আমাদের কথা খুঁজে নিন

   

কবিরা পৃথিবীকে সজিব করে রাখে ( এটি নিশ্চিত কবিতা নয় )



কবিরা সৌরজগৎকে সজিব করে রাখে পংক্তিমালায় আসে সুবর্ণ নিশ্বাস, আসে ঘুম, আসে নিশীজাগা সাধ । কবিরা আমাদের পৃথিবীকে নিভৃতে সবুজ করে তোলে হাসি খুশি খেলাঘরে দিয়ে যায় প্রাণন্ত যৌবন। কবিরা শিশুরমতো গড়ে তোলে সমুদ্র পারে বাড়ি, নাম তার বেলাভূমি আপন নিবাস তোলে সুখময়ী যন্ত্রনার খরখুঠো দিয়ে। কবি চিরদিন চিরকাল বড় মলিন গেড়ুয়া রঙ্গিন মহুর্তেরা ঘিরে থাকে বাকবন্দি নিধুয়াপাথার আজ বড় একা একা লাগে প্রতিদিন মেলেনা মেলেনা সঙ্গে চলে যায় মধুমাখা দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।