আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনা কি এতই করুন হয়?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

সড়ক দুর্ঘটনা। ভয়াবহ একটা ব্যাপার। আমি নিজেও এর শিকার হয়েছি কয়েকবার। আজ সকালে পত্রিকার কোণায় একটা ছোট্ট খবর পড়ে মনটা খারাপ হয়ে গেল।

খবরটা এমন ছিল: সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কুমিল্লাগামী একটি বাস খাদে পড়ে যায়। আর তাতেই স্ত্রী-সন্তান নিয়ে ফিরছিলেন হেলাল উদ্দিন। বাসটি খাদে পড়ে গেলে হেলাল তার সন্তানকে পানি থেকে তুলে রাস্তার উপর রাখেন। এরপর আবারো পানিতে ডুব দিয়ে টেনে উপরে তুলে নিয়ে আসে তার স্ত্রী সীপাকে। সীপার তখন জ্ঞান ছিল না।

এপর্যায়ে জ্ঞান হারিয়ে হেলাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে সম্ভবতঃ অতিরক্তি মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের জন্য। কিন্তু হেলাল আর ফেরেনি। এর কিছুক্ষণ পরে সীপার জ্ঞান ফেরে এবং পাশে স্বামী হেলালের নিথর দেহ পড়ে থাকতে দেখে সীপাও জ্ঞান হারায়। সেই ঘুমিয়ে পড়াই সীপার শেষ ঘুম ছিল। সীপা আর জেগে উঠেনি।

স্বামীর-স্ত্রীর একসাথে মৃত্যু স্তব্ধ করে দিয়েছে ওদের পরিবারকে। তিন ছেলে আর এক মেয়েকে এতিম করে চলে গেল ওরা। বিধাতার কাছে প্রার্থনা করি, হেলাল আর সীপার আত্মা শান্তি পাক আর তার পরিবার ও সন্তান যেন এই শোক কাটিয়ে উঠতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।