আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু ক্ষয়ে আসে

শঙ্খপাপ আমার

নক্ষত্ররাও পরাজিত হয় - সেই আলোর নক্ষত্ররা, যাদের শামিয়ানার নিচে আমাদের হয়েছিল নিশাচরী ভালোবাসা; পথের ধার ক্ষয়ে আসে - সেই মেঠো পথ, যার সোঁদা গন্ধের ভিজে মাটিতে বুক মিশিয়ে একদিন- বলেছিলুম, 'ভালবাসি এইসকল; সীমানার সবকিছু।' সবকিছু মরে আসে নলখাগড়ার উপড়ানো দুঃখের মতন সবকিছু ক্ষয়ে আসে পুরানো বাতাসে ধুলোর ছাপ রেখে শুধু আমাদের নিশাচরী প্রেম আর প্রত্যাশা মরে আসেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।