আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কথা রাখে নি



কেউ কথা রাখেনি, ছন্নছাড়া জীবনে আমার কেউ কথা রাখেনি। ছাব্বিশটা বসন্ত হল পার, কত গুলো শীতের রাত, কত শত রোদেলা প্রভাত, সবই গেছে অতীত হয়ে, মহাকালের অতল গহ্বরে। কত শত আশায় বাধিনু ঘর, সবই আজ হয়ে আছে পর, কত শত মানব মনবীর সেথায় আনাগোনা আর আমি ছিটকে পরেছি অনেক গহীনে...... যেথায় কেবল আমারই নিঃশব্দ বিচরন। জানি আমি ভাবছি যে ভাবে জানি আমি কাঁদছি যেভাবে জানি আমি সেত সঠিক নয়, সেত সঠিক নয়, তবুও এমন করেই বাচতে ইচ্ছে হয়। কেউ কথা রাখে নি, রাখবেওনা জানি, তবুও বাচতে ইচ্ছে হয়, কেন এমন হয়?............. হয়তো আমি কষ্ট পেতে চাই বলেই............. জীবন আমার সুখী ও সুন্দর নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।