আমাদের কথা খুঁজে নিন

   

দুই কানের বিড়াল তো অনেক দেখলেন , এইবার আসেন অন্য কিছু দেখি

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই । দুই কানের বিড়াল তো সবাই দেখছেন , কারণ সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের কান থাকে দুইটা । কিন্তু জার্মানীতেই শুধু *ইয়োদা* প্রজাতির বিড়াল দেখতে পাওয়া যায় , যাদের কানের চারটি !!! এই প্রজাতির বিড়াল শুধু জার্মানিতে দেখতে পাওয়া যায় । এদের আচার-আচরণ অন্য সব বিড়ালের মতো হলেও ডাকাডাকি করে খুবই কম। খুব সম্ভবত বিড়াল প্রজাতির মধ্যে এরাই আদর্শবান বিড়াল *** ছবি ও তথ্যসূত্র ইন্টারনেট থেকে সংগৃহিতও ***  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।