আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফি-২



আজকে কাজ থেকে বাসায় এসে বোর হচ্ছিলাম। তারপর ব্লগে এসে দেখি একজন কিছু ছবি দিয়েছে, মনে হল আমিও একটু ফটোগ্রাফি করি না কেন? সময় কেটে যাবে বেশ। ফটোগ্রাফি করা ছেড়ে দিয়েছি অনেকদিন হলো। প্রেক্টিস না থাকাতে বুঝলাম, আমার ফোকাল অনেক বাজে হয়ে গেছে। আগে অনেক রকমের সাবজেক্ট বের করে ফেলতাম।

অনেক রকমের আইডিয়া মাথায় ঘুরতো। আজকে দেখলাম তাও গেছে। বেক ইয়াডে বের হয়ে ভাবলাম, কিছু বুনো ফুলের ছবি তুলি, কিন্তু আমার সস্তা ক্যামেরা দিয়ে কিছুতেই মনের মত ছবি আসছিল না। হ্ঠাৎ দেখলাম একটা প্রজাপতি উড়ছে, তো আর যায় কোথায়, এটার পিছনে ছুটলাম। যেই ছবি তুলতে যাব ওমনি যাচ্ছিল উড়ে।

কি করা যায়। ঠিক তখন মনে হল হিন্দি সিনেমার কথা , নায়িকা যেমন, অনেক আশা নিয়ে, মন দিয়ে প্রান দিয়ে দাড়িয়ে থাকে, আর ওমনি সে যা চায় তা চোখের সামনে ঘটে যায়, আমিও অনেকটা ওভাবে প্রজাপতির দিকে তাকিয়ে দাড়িয়ে রইলাম। একসময় দেখলাম, ওনি সত্যি সত্যি ফুলের উপর বসে গেল। কি মজা। যাইহোক, দুষ্টু প্রজাপতির সাথে কিছুক্ষন সময়টা ভালই কাটলো।

দুটা ছবি দিলাম। দেখুন তো কেমন হলো। প্রজাপতি, প্রজাপতি কোথা যাও নাচি নাচি একবার দাড়াও না ভাই


আরো পড়ুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।