আমাদের কথা খুঁজে নিন

   

মারুতি-সুজুকি - এগিয়ে ভারত

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথমবারের মত এক বড় ধরণের স্বীকৃতি অর্জন করল ভারতের মারুতি মোটরস। ২০০৭-০৮ অর্থবছরে জাপানের সুজুকি মোটরস এর সাথে যৌথ ব্যবস্থাপনায় নির্মিত এই প্রতিষ্ঠান প্যারেন্ট জাপানি কোম্পানি সুজুকিকে টপকে গেছে তার বিক্রির রেকর্ডে। মারুতি এই অর্থবছরে ৭.১১ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যেখানে সুজুকির মোট বিক্রি ৬.৭৩ লাখ। মারুতির ১১.৯% লভ্যাংশের বিপরীতে জাপানের সুজুকির ক্ষতি ২.৫%। উল্লেখ্য, মারুতি ভারতীয় প্রাইভেট গাড়ির বাজারে ৫০ শতাংশ শেয়ারের মালিক। অন্য বড় প্রতিষ্ঠানের মধ্যে আছে টাটা, মাহিন্দ্র, হোন্ডা ইন্ডিয়া, হুন্ডাই ইন্ডিয়া, জেনারেল মোটরস ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।