আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ রেখে নির্বাচন দুরূহ ব্যাপার: ইসি

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, সংসদ রেখে নির্বাচন করা দুরূহ ব্যাপার। সংসদ ভেঙে নির্বাচন করা অনেক সহজ। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবু হাফিজ বলেন, ‘সংসদ ভেঙে নির্বাচন হবে, নাকি রেখে নির্বাচন হবে, এটা নির্ধারণ করা আমাদের এখতিয়ার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, রাজনৈতিক দল ও আইন।’
সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে, না পরে নির্বাচন হবে, সে বিষয়েও নির্বাচন কমিশন জানে না বলে অভিমত আবু হাফিজের। তিনি বলেন, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন হবে, ত-ই করবে কমিশন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।