আমাদের কথা খুঁজে নিন

   

তিন চাকা এখন ম্যাজিক তিন চাকা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
উপরের ছবিগুলা ৪ঠা জুলাই তিনচাকার ৩য় অডিশন থেকে সুমন রহমান তুলেছেন। তিনচাকা কর্পোরেটরা গিলে খাওয়ায় নাম হয়েছে ম্যাজিক তিন চাকা। প্রচার হচ্ছে এটিএন বাংলায়। যার মালিক মাহফুজুর রহমান আমার দেখা অন্যতম একটা ভোদাই, গতকাল হটসিটে মুন্নী সাহাকে বলছে, এই যে দেখুন, লোকজন বলতো শিল্পীরা মিডিয়াকে টিকিয়ে রাখে, কিন্তু তা ভুল। আমি দেখিয়েছি মিডিয়া শিল্পীকে জন্ম দেয়।

যেমন ইভা রহমান। একেবারে "র" একজন শিল্পীকে আমি এখন তারকা বানিয়েছি। এপর্যন্ত হলে হতো, কিন্তু বলদটা আবার বলছে মুন্নী সাহাকে, এই যে আপনি, আপনাকে সবসময় টেনে তুলেছি আমি, আপনি কত বেফাঁস কথা বলে ফেলেন, আবার মাফ টাফ চান, যদি আমি আপনাকে তুলে না ধরতাম, আপনার কি অবস্থা হইতো? মোটামুটি কথাগুলো এমনই। স্মৃতি থেকে লিখতে আমি বেশী ভাল না। আবালটা একজন মুন্নী সাহার গুরুত্ব বুঝবে কেমনে? শত হইলেও আমার আপুমনি - এমন কিছু ভালো লোক চাকুরী করে দেখেই মাহফুজুর রহমান পেটটা লইয়া ইভা রহমানরে শিল্পী কইয়া চিল্লাইতে পারে, আর পাবলিক মুখ বুইঝা তা সহ্য করে।

কিন্তু কি যে দেখে তা যদি মাহফুজুর রহমান জানতো! তিনচাকাকেও কয়দিন পরে সে বলবে এইটা তার আইডিয়া - সে রিকশাচালকদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিল, ইত্যাদি ইত্যাদি। তিন চাকা আলাদিনের ম্যাজিক চেরাগ পাওয়ার পরে অবস্থা কি ভাল হইলো না খারাপ! অলরেডি অভ্যন্তরীণ দ্বন্দ্বমুখরতা দেখা গেছে। আবালদের সোগায় ঠেইল্লা ভাল করতে চাইলেও এইগুলান গু লইয়া কামড়াকামড়ি করবেই, সেজন্য ভাল কাম তো থাইম্মা থাকতে পারে না। আমি, আনন, জানা, সুমন ভাই ছিলাম ঐদিন দুপুর থেকে কিছু সময়। সামনের অডিশন ১৮ই জুলাই, এটিএন বাংলার অফিসের নিকটে কোন একটা ভবণে।

এইটা শেষ অডিশন - সর্বমোট ১০০ জন বাছাইকৃতদের নিয়ে শুরু হবে দ্বিতীয় রাউন্ড, বসুন্ধরায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।