আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের খেলা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

শব্দের খেলা চুপ! শব্দকে ওভাবে জাগাতে নেই; শব্দেরা ঘুমিয়ে থাক নিঃশব্দে, ঐ শব্দহীন ঘরে। এসো, তুমি আমি নৈঃশব্দের প্রহর গুনি; দেখি শব্দেরা কী করে ভীড় জমায় হৃদয়ের শব্দকোষে। শব্দের পরিভাষা সমৃদ্ধ হোক শাব্দিক প্রেমালাপে, শব্দে শব্দেই গাঁথা হোক ভালবাসা, শব্দময় হয়ে উঠুক জীবন। শব্দ ব্যঞ্জনায় মেতে উঠুক শব্দবান্ধব এই শহর; এসো তুমি আমি সশব্দে হেসে উঠি, টুকরো টুকরো হয়ে ভেঙ্গে যাক শব্দের দেয়াল, অনন্য সব উপমায়। তুমি আমি আর একবার সরব হই, শব্দেরা খেলা করুক মুখের ভাষায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।