আমাদের কথা খুঁজে নিন

   

দারুন কিনতু!!!!!!!

হে মানুষ, তুমি মানুষের মতই হও, এই আমার আশা ও প্রার্থনা।

কি দারুন তাই তো?? আসলে গতকাল এই প্রথমবারের মত ব্যাংক থেকে টাকা তুললাম। ভাবলেন এইটা আবার এমন কি!!!!!! আসলে ব্যাপারটা হল টাকাটা এটিএম কার্ড এর মাধ্যমে তুলছি, আরে প্রথমবার বলে কথা, আমি তো ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাই। পরে গার্ড ব্যাটাকে জিগগেস করলাম, ভাই এটিএম বুথটা কোনদিকে?? ব্যাটা দেখি আবার ভাব নিয়া কাচের একটা দরজা খুলে দিল। আমিও আরও(!!) ভাব নিয়া হেলেদুলে ভিতরে ঢুকলাম।

ঢুকে দেখি ছোটবেলায় যে ভিডিও গেম খেলতাম সেরকম এক যন্তরো!!!! দেখে বরং একটু সাহস পেলাম, ভাবলাম যাক, আমার অপরিচিত তো আর না!!! বিসমিললাহ বলে কার্ডটা ঢুকানোর চেষটা করলাম, একি ঢুকে না কেন!!! পরে ভাবলাম উলটা করে দেই তো!!এইবার দেখি কার্ড পুরাটাই ভিতরে!! আমি তো টাশকি!!! পরে দেখি আমার পিন কোড চায়, আমিও ভদ্রভাবে দিলাম। এখন দেখি transaction এর জন্য বলে। কিনতু নিচের কীপ্যাড এ কোন বাটন দিব, তা আর বুঝি না, নাইও। এদিকে আমি তো ততক্ষণে ঘেমে শেষ, না জানি কি হয়। পরে ভাবলাম যে cancel দিয়ে দেখি তো!! দিয়ে দেখি ঘচাং করে আমার কার্ড মাটিতে!!! মেজাজ গেল গরম হয়ে, ভাবলাম আইজ তোর একদিন কি আমার একদিন!! আবার ঢুকায়া এইবার মনিটর এর পাশের বাটন গুলা চোখে পড়লো, ভাবলাম- চানদু তুমি এখানে!! পরে টাকা পেতে আর দেরি হয় নি।

ভালোয় ভালোয় পেয়ে গেছি। **একবার আমার এক ফ্রেনড টাকা তুলতে গিয়ে বেশি টেপাটেপি করে কার্ডই ভিতরে আটকায়া ফেলছিল। পরে সেই কার্ড আবার তোলা লাগছে নতুন করে!!!!!!!!! তবে একটা মজার কথা কি জানেন? শুধু আমাদের IUT studentদের জন্য এটিএম কার্ডে কোন বার্ষিক চার্জ কাটবে না!!!!! আমাদের অনেক studentএরই তো ঢাকা ব্যাংকে অ্যাকাউনট আছে, তাই হয়তো!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।