আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রকাশিত-২

আমি কি হনুরে... ৩ ... ;)

এই কবিতাটা (যদি আসলেই কবিতার ধারেকাছে কিছু একটা হয়ে থাকে ) আমি লিখেছিলাম ২০০৩ সালে। আমার পরীক্ষা চলছিল তখন। একদিন গভীর রাতে খুবই মন খারাপ, পড়া বাদ দিয়ে তখন এই কবিতাটা ঘষামাজা করে লিখে ফেলি । এরও কোন নাম দেইনি --------------------------------- আমি কষ্ট ভালবাসি কষ্ট শেষের কষ্ট আমাকে কষ্ট দেয়। আমি কষ্ট খুঁজে বেড়াই, অমাবস্যায় চাঁদের কষ্ট আমাকে স্পর্শ করে।

আমি কষ্টগুলোকে আলতো করে ছুঁয়ে দেখি, ওরা আমায় আদর করে জড়িয়ে ধরে। কষ্টেরা সব জোর করে জেগে থাকে, কষ্ট আমায় কষ্টবিলাসী করে। বন্ধু আমার কষ্ট নিতে আসে, আমি কষ্ট লুকাই ভালবেসে। ভেঙে ফেলে যা স্বপ্নেরা করে জড়ো, কষ্ট তুমি কষ্ট হওনা আরো। কষ্ট তো আর আঁটেনা বুকের ঘরে কষ্টরাও ক্লান্ত হয়ে পড়ে।

কষ্টে ভাসি, কষ্টেই মেলি ডানা এ কষ্টের যে ভাগ হবেনা। ----------------------------------- পুনশ্চ: অপ্রকাশিত-১ পড়ে যারা আমাকে এটা প্রকাশ করতে সাহস দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। কেউ পড়তে চাইলে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।