আমাদের কথা খুঁজে নিন

   

দেখে।



মায়ে দেখে সনত্মানের মুখ। বাবা দেখে মায়ের মুখ। গুরু দেখে আদব-কায়দা। ছাত্র দেখে ব্লাক বোর্ড। নারী দেখে বাকা চোখে।

পুরুষ দেখে সোজা চোখে। নাপিত দেখে দাড়ী-মাথা। মুচি দেখে পায়ের তলা। রিক্সায়ালা দেখে চেয়ে, প্যাসেঞ্জারটা যাবে নাকি ? ধনী দেখে গাড়ী-বাড়ী। গরীব দেখে চলতে পারি।

টেম্পুয়ালা চেয়ে দেখে, লোক গুলা উঠে নাকি? মালিক দেখে কর্ম গুলো। কর্মী দেখে মালিককে। চামচা দেখে চাম-চামী। প্রীত করে পিতলামি ঢাকার শহর দেখে মানুষ, গ্রাম-গঞ্জ থেকে, এসে। ডাক্তার গুলো দেখে রুগী, ফি নেয় চোখ বুঝে।

আর চোরে দেখে সুযোগ। সবাই দেখে নিজের মত, তিনি দেখেন তার মতন। দেখেন তিনি বান্দা গুলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.