আমাদের কথা খুঁজে নিন

   

Bit Defender Vs. Kaspersky

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

কোন এন্টিভাইরাস সবচেয়ে ভাল? এ প্রশ্নের জবাব বিভিন্নজন বিভিন্ন ভাবে দেবেন। মূলত গত কয়েক বছরের ম্যাকাফি আর নর্টন এর দাপট ছাড়িয়ে বর্তমান বিশ্বের দুটি জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে বিট ডিফেন্ডার ও ক্যাসপারস্কি। আমি এর আগে ক্যাসপারস্কিই ব্যবহার করতাম। তবে সেটির মেয়াদ শেষ হবার পর ব্যবহার করছি বিট ডিফেন্ডার।

দেখলাম ক্যাসপারস্কি কয়েকটি ইনফেকটেড ফাইলকে ডিটেক্ট করতে পারেনি, যা বিট ডিফেন্ডার করল। সেই সাথে এর স্ক্যান প্রসেসও ক্যাসপারস্কির চেয়ে দ্রুত। তবে ক্যাসপারস্কিতে উইনডোস তাড়াতাড়ি লোড হয় বিট ডিফেন্ডার এর চেয়ে। তবে আমার কাছে এখন বিট ডিফেন্ডার ই সেরা লাগছে। ঢাকার বাজারে দুটি এন্টিভাইরাস এর জেনুইন কপি ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে।

আর এর মধ্যে আপনি ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন নিচের ওয়েবসাইট থেকে। এখন, আপনি বিবেচনা করুন, কোনটি ব্যবহার করবেন। http://www.bitdefender.com http://www.kaspersky.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।