আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম আসে?? তাহলে এট্টু হাসেন... (যদি হাসি পায় )

আমি কি হনুরে... ৩ ... ;)

১. বিল গেটস মাইক্রোসফটের তুরস্ক প্রজেক্টের জন্য একজন লোক খুঁজছেন। ২০০০০ লোক আবেদন করল, তার মধ্যে একজন বাংলাদেশের কোরবান। গেটস সাহেব সবাইকে একটা বড় হলরুমে ডেকে নিয়ে বললেন "তোমাদের মধ্যে যারা ডট নেট প্রোগ্রামিং জান, তারা থাক, যারা জাননা তারা চলে যাও। " ১০০০০ চলে গেল। কোরবান ভাবল "ডট নেট জানিনা তো কি হইসে, চাকরি পাইলে শিখা লমু।

আমারতো হারানোর কিসু নাই। " কোরবান থেকে গেল। এবার বিল গেটস বললেন "যারা নেটওয়ার্কিং জাননা, তারা চলে যাও। " আরো ৫০০০ চলে গেল। কোরবান এবারও ভাবল "চান্স নিতে তো দোষ নাই, নেটওয়ার্কিং শিখতে আর কয়দিন?" কোরবান গেল না।

গেটস আবার বললেন "যাদের উইন্ডোজ আর ইউনিক্সে কাজের অভিজ্ঞতা নাই, তারা চলে যেতে পার। " ৩০০০ চলে গেল। কোরবান থাকল। সবশেষে গেটস যারা তুর্কি ভাষা জানেনা তাদেরকে চলে যেতে বললেন। ১৯৯৮ জন চলে গেল।

কোরবান আর আরেকজন লোক শুধু বিশাল হলরুমে দাঁড়িয়ে থাকল। গেটস: "ওকে... আমরা যা যা খুঁজছি, তোমাদের মধ্যে সবই আছে। এখন আমরা তোমাদের উপরে কিছু টেস্ট করব। প্রথমে তোমরা তুর্কি ভাষায় নিজেদের মধ্যে কথা বার্তা, জান পয়চান করে নাও। " একথা শুনে কোরবান খুবই নম্রভাবে অপর লোকটিকে বাংলায় জিজ্ঞেস করল: "কেমন আছেন ভাইজান?" অন্যজন উত্তর দিল: . . . . "ভাল আছি ভাইজান।

" ২. এক মুরুব্বি তার ঘনিষ্ঠ এক বন্ধুর বাসায় গ্যাছেন ডিনারের দাওয়াত খেতে। তো খাবার টেবিলে তিনি আবিষ্কার করলেন তার বন্ধু প্রতিবার তার বউকে ডাকার সময় নাম ধরে না ডেকে 'ওগো', 'জানপাখি', 'সোনা', 'লক্ষীটি' এইসব নামে ডাকছে। তো বউটি যখন রান্নাঘরে তখন মেহমান তার বন্ধুটিকে আস্তে করে বললেন "আমার বিশ্বাসই হচ্ছেনা যে বিয়ের ৫০ বছর পরেও তুমি তোমার বউকে এত ভালবাস। " লোকটি দুখি দুখি স্বরে মাথা নাড়তে নাড়তে বলল "তোমাকে সত্যি কথাটাই বলি। ওর নাম আমি প্রায় ১০ বছর আগেই ভুলে গ্যাছি।

তারপর থেকে আর জিজ্ঞেস করার সাহস পাচ্ছিনা। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।