আমাদের কথা খুঁজে নিন

   

XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
একান্তই যদি পয়সা খরচ করে XP না কিনে থাকেন তাহলে আপনার XP Genuine হওয়ার কথা না। প্রশ্ন করতে পারেন - ভালোই তো চলছে PC, তবে আবার Genuine করার ফ্যাকরা কেন? এর উত্তর হচ্ছে Microsoft তাদের লাইসেন্সড ইউসারদের কিছু সুবিধা দেয় যা থেকে সাধারণ ইউসাররা বঞ্চিত থাকেন। যেমন ধরুন Microsoft এর Official ওয়েবসাইটে কিছু বিশেষ Software আছে যা Download করে ব্যবহারের সুযো শুধুমাত্র লাইসেন্সড ইউসাররাই পেয়ে থাকেন। Download এর পেজ এ ধরনের Software নামের পাশে একটি বিশেষ লোগো থাকে যা "শুধুমাত্র Genuine ইউসারদের জন্য" এই কথাটি প্রকাশ করে। পেজটিতে আপনার উইন্ডোজ Genuine কিনা তা পরীক্ষার একটি অপশন থাকে।

এ পরীক্ষায় আপনার উইন্ডোজ উত্তীর্ণ না হলে আপনি তা Download করতে পারবেন না। নিচে একটি নমুনা দেয়া হলো: এছাড়াও আপনি Windows Media Player 11 এর মতো কিছু Software ইন্সটল করতে গেলে তা আপনার উইন্ডোজ Genuine কিনা পরীক্ষা করে দেখবে। তাতে উত্তীর্ণ না হলে আপনি Software টি ইন্সটল করতে পারবেন না। এছাড়াও Windows Update নামাতে পারবেন না সাধারণ ইউসাররা। আমি সম্প্রতি একটি Crack ইন্টারনেটে খুঁজে পেয়েছি যা আপনার উইন্ডোজকে Genuine করবে।

যারা Anti-Piracy, তারা এ লাইনটি পরে আমার পোস্টটি Close করে চলে যেতে পারেন (যাওয়ার আগে মাইনাস দিয়ে যেতে পারেন)। প্রথমেই যাচাই করুন আপনার উইন্ডোজ Genuine কিনা। এর জন্য Start Menu তে গিয়ে Run এ ক্লিক করুন। যে বক্স আসবে তাতে লিখুন oobe/msoobe /a এবং Enter চাপুন বা Ok ক্লিক করুন। একটি উইন্ডো খুলবে ও জানাবে আপনার XP অ্যাকটিভেট করা হয়েছে কিনা।

যদি না করা হয়ে থাকে তাহলে এই Link এ যান: View this link একটি RAR ফাইল পাবেন। ওটা Download করে Extract করুন। ওটার ভেতরে একটি Readme ফাইলে ইন্সট্রাকশন দেয়া আছে। ওই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ XP অ্যাকটিভেটেড হবে। অ্যাকটিভিশনের পর আবার Start Menu তে গিয়ে Run এ ক্লিক করুন।

যে বক্স আসবে তাতে লিখুন oobe/msoobe /a এবং Enter চাপুন বা Ok ক্লিক করুন। এবার এটি দেখা যাওয়ার কথা। ***কিছু এন্টিভাইরাস (যেমন - Avast, AVG) আমার ফাইলটি ভাইরাস হিসেবে Detect করতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। অধিকাংশ Crack কেই এই এন্টিভাইরাসগুলো ভাইরাস হিসেবে Detect করে।

আর ভয় পেলে ইন্সটল করার দরকার নেই। ভালো থাকবেন পাঠক, আশা করি Try করে দেখবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।