আমাদের কথা খুঁজে নিন

   

এতো প্রাণী প্বথিবীতে, কারও মনের কথাই জানা হলো না--- (মারুফ হায়দার)

শুধুই দেখি...

এতো এতো প্রাণী প্বথিবীতে, কারও মনের কথাই জানা হলো না--- না গাছপালা না মশা-মাছি না গরু-ছাগল না বাজপাখি না উট কারো সাথেই কথোকপকথন হইলো না... বড়ো আফসোস থেকে গেলো মনে... এতো উন্নত প্রযুক্তি। । । নেনোটেকনোলজি। বায়োটেকনোলজি।

ভাষাতত্ত্ববিশারদ, সাইকোলজিস্ট। কিসের কী! মংগল গ্রহে যাই। চন্দ্রে যাই। মহাবিশ্ব্ব, বিগ বেং, ব্লা ব্লা... থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগতটাকে, ব্লা ব্লা ব্লা... কিন্তু সবই তো বোগাস এন্ড ভুয়া ভূয়া লাগে.... চিন্তা করেন, একটা বিড়ালের চিন্তা-ভাবনা কী সেইটাই এখোনো জানি না। একটা বিড়াল আরেকটা বেড়ালকে কী বলে তাওতো জানিনা।

চড়াই কিচমিচ করে কী বলে?? শকুন মাথার উপরে ঘুরতে ঘুরতে কী নিয়া ভাবো? কিছুই জানিনা। কেউই জানেনা। তো বিগ্গান কতদূর আগাইলো। আমি হতাশ। আমি ভয়ংকর রকমের হতাশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।