আমাদের কথা খুঁজে নিন

   

এত দিন কোথায় ছিলে?



কয়েকদিন আগে একটি উপন্যাস লেখা শুরু করেছিলাম। ২ পর্ব লিখেছি। এর পর মনটা হঠাৎ করে উদাস হয়ে যায়। কিছুতেই আর কিছু ভাল লাগে না। কিছুতেই মন বসাতে পারছি না লেখায়।

শুধু মন কাকে যেন চায়। আর সেদিন সামসু ভাইর জীবনের কিছু আজাব নামা পড়ার পর আরও মনটা খারাপ এবং উদাস হয়ে গেল। একজন মানুষ একজন মানুষকে এত ভালবাসতে পারে। মনটা খারাপ হওয়ার কারণ হল আমার জীবনে কেউ আসেনি কখনো। আমাকে এভাবে কেউ ভালবাসেনি।

কেন কেন? আমার কি যোগ্যতা নেই? নাকি আমার ইচ্ছার অভাব রয়েছে? জানি না কোনটা ঠিক। তাইতে মন খারাপ করে ব্লগে ব্লগে ঘুড়ি। এর মধ্যে আবার উল্টো ঝামেলা হল কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আর ক্লাশ না থাকায় কাজ খুজছি। কিন্তু পাচ্ছি না।

সব মিলে মনটা খুব খারাপ। খুব দেশে যেতে ইচ্ছা করতেছে। কিন্তু দেশে গিয়ে কি করব? দেশে ফোন করি না। কার কাছে করব? মা আছে কিন্তু কথা তো তার সাথে নেটেই সেরে ফেলি। বোনদের সাথে কথা হয় তারপরেও কি যেন একটা বাদ থেকে যায়।

বন্ধুদের কাছে যখন ওদের প্রেমিকাদের কথা শুনি তখন খুব হিংসে হয়। যেমন হিংসে হয় সামসু ভাইকে। জানি না জীবনে কখনো কেউ আসবে কিনা। যদি আসে তাহলে তার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে- "এত দিন কোথায় ছিলে?" ------------------------------------------------------------------------------- স্বপ্ন দেখা ভুলে গেছি তাই আর স্বপ্ন দেখি না ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।