আমাদের কথা খুঁজে নিন

   

দূর নীলিমার কষ্ট.....

জীবন যখন যেখানে যেমন

ঝলমলে স্বর্ণালী দিনের গাঢ় নীল আকাশর মাঝে, দেখি সাদা মেঘেদের এদিক সেদিক উড়ে চলা। নির্মল বাতাসের দূরন্ত বেগে হেলে পড়েছে সামনের, সবুজ পাতায় ভরা গাছ গুলো। বাতাসের ঝাপটায় যেন হীমসীম খাচ্ছে তারা। বারান্দায় দাঁড়িয়ে আমি আজ একাকী, অনুভব করছি বাতাসের এই দূর্ণিবার স্পর্শ। বহুদিনের দম আঁটকে রাখা ফুসফুসটাকে আজ করেছি, সব বাঁধন থেকে মুক্ত।

টাইটানিক ছবির মত দুবাহু মেলে, আলিঙ্গন করছি দূরন্ত বাতাসের ছোঁয়া। কি পরমশান্তি এই বাতাসে !!!! যেন ভেতরের সব ক্লান্তি মুছে দেয়। আজ এই ঝড়ো হাওয়ায় উড়িয়ে দিতে চাই, আমার মনের সব ধূলিময় কষ্ট গুলো কে। যেমনি করে উড়ে যাচ্ছে খড়কুটো আর ঝরাপাতা, তেমনি ভাবে আমার কষ্টের পাতারা ঝরে যাবে, উড়ে চলে যাবে দূর থেকে বহু দূরে, সীমান্তের বাইরে। কষ্টের নীল যেয়ে মিশে যাবে, সুদূর নীলিমার গাঢ় নীলের মাঝে।

আমি দূরের এই পৃথিবী থেকে মাঝে মাঝে চেয়ে দেখব, আমার সেই কষ্ট গুলো কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।