আমাদের কথা খুঁজে নিন

   

কিচেন-কিমিয়া

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আজ কেন জানি তাল থেকে বেতাল হয়ে গেছি দুই কে এক লিখছি আর এককে আণ্ডা মরিচ আর হলুদের রসায়ন বদলে গেছে আদা হারিয়ে গেছে জাহাজের খবরে রসুন রসনার রন্ধনে রয়েসয়ে রিক্ত পেঁয়াজ আর তেল ফ্যাসিবাদী ষড়যন্ত্রে ক্ষত বিক্ষত করেছে রূপবতী রমণীর লাহান বেয়াড়া ফ্রাইপেনের তলায় লেগে আছে আমার ব্যর্থতা তবুও ক্ষুধার অপঘাতে আড়ষ্ট হয়ে আঙুলগুলো ঠোঁটে উঠে বুভুক্ষু মুসাফিরের মতন আমি ভালো হ’তে চেয়েও বারংবার ফিরে আসি শেষরাতে মেলে না চোখের পাতা! এভাবেই শূন্যতায় ভরে উঠে কবিতার খাতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।