আমাদের কথা খুঁজে নিন

   

অনজু পাহাড় আর পোহাং বীচে তিন দিন-পর্ব ২ (শেষ)

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

পর্ব ১ এখানে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে গেছি, উপরে যেয়ে সবাই চিৎকাত, কেউ ঘুমানোর জন্য মোটামুটি রেডি। এমন সময় এক পাতি বস আসলেন, ঘটনা কি, আমদেরকে নীচে যেতে হবে এখন মৌজ মাস্তি করার জন্য, মদ্যপান, নাচানাচি আর গান হবে। মহা বিরক্ত আমি, শালাদের জোসের কোনো শেষ নাই, কত রাত পর্যন্ত করবে এগুলো কে জানে। গেলাম, যেয়ে দেখি মোটামুটি র‌্যাগ চলছে, আমাদের কে জুস ধরিয়ে দেয়া হলো। উপস্হাপক যাকে খুশি ডাকছে, তোমার দেশের গান গাও নাইলে নাচো।

আমার আর বৌএর পালা এলো। গুন গুন করে কতো গান গাই, কিন্তু এখন আর কিছু মনে আসেনা। যাইহোক ডুয়েল 'চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা' গাইলাম, সাথে ইংরেজীতে অনুবাদ করে বুঝিয়ে দিলাম। ওয়ান মোর ওয়ান মোর। এবার তো আরও বিপদ, সব গান গুলে খেয়েছি মনে হলো, গাইলাম আরেকটা গান।

যে সুরেই গাইনা কেন ওদের ভালো লাগে, তারপর আবার সবার পেটেই দেশী বিদেশী তরল ঢুকেছে। অনজুতে এই সেই বাংলো বাড়ি গান শেষ করে রাত ১ টার দিকে শুতে গেলাম, পরের দিন সকাল ৮ টার ভিতরে রওনা দিয়ে থেগুতে পৌঁছাতে হবে। সকালে ঘুমঘুম চোখে উঠে পাহাড়ের কোলে শিশির ভেজা বনে একটু হেটে বেড়ালাম। জায়গায় জায়গায় কিছু ঝর্নাধারাও বয়ে গেছে, সাথে মনমাতানো সুর। সারাদিন সেমিনারে হাটাহাটি, লোকজনের পোষ্টার দেখে বেড়াতে লাগলাম, আসলেই আর তেমন কোন কাজ নেই।

দুপুরে বস খেতে নিয়ে গেলেন, বিরক্তিকর পানসে নুডুল খেয়ে দুপুর কাটলো, তারপর আবার সেই সময় পার করা। কোন কোন স্টলে দেখি মগ, টিসার্ট দিচ্ছে, ভাবলাম লাইনে দাড়িয়ে একটা টিসার্ট নেই। যেয়ে দেখি রিলিফের লাইন, হোক লাইন তবুও নেবো। অনেক সময় পর যখন কাছে গেলাম দেখি সব ডাবল এক্সএল সাইজ, ইয়া বড় ঝুল আলা, মেজাজটা আরও বিগড়ে গেলো। যাইহোক অবশেষে সেমিনার শেষে আমরা রওনা দিলাম সমুদ্রের কাছে, পোহাং বীচে।

এই সেই জলডোবা নুডুল, যা খেয়ে দুপুর পার করতে হয়েছিলো পোহাং এ যখন পৌঁছালাম তখন বেশ রাত, ৯/১০ টা হবে। হোটেলে যাওয়ার আগেই সবাই মিলে ঢুকলো সি ফুডের রেস্টুরেন্টে। র ফিস নিলো অনেকেই, আমরা নিলাম বিশাল ফ্রাই ফিস, আর ভাত, সবজি তো আছেই, দুপুরে পেটে ভাত পড়েনি। পেট পুরে ভাত খেলাম, শরীরে সারা দিনের ক্লান্তিতে যেন খেতেও কষ্ট হচ্ছে। ভাবলাম এবার একটু আরাম করে ঘুমোতে যাব।

হায় কপাল, উনারা এখন 'নোরেবাং' এ যাবেন। নোরেবাং হলো গান গাওয়ার হোটেল, একটা রুমে ডিজিটাল প্লেয়ারে স্টোর করা অসংখ্য গানের মিউজিক আর লিরিকস স্ক্রীনে দেখায়, ওটা দেখে মাইকে আপনাকে গাইতে হবে মিউজিকের সাথে তাল মিলিয়ে, যতো পারফেক্ট হবে গান সেই অনুযায়ী স্কোর দেখাবে স্ক্রীনে। ওরা অনেক গান গাইতে থাকলো, আমরা তো আর পারিনা, কি আর করা সর্বাংগ দিয়ে নাচার চেষ্টা করলাম। প্রায় সবাই গান গেলো, কেউ কেউ ইংলিশ গানও গেলো। মেঘলা সকালে মন খারাপ করা সমুদ্র ওখান থেকে যখন বের হলাম তখনা হাটার শক্তি নাই।

কোনরকমে হোটেলের রুমে আসলাম। জানালা দিয়ে সমুদ্রের কালো জলরাশি চোখে পড়লো। ওসব দেখার সময় আর নেই, চড়ুই পাখির মতো একটা কুইক ওয়ার্ম শাওয়ার দিয়েই সোজা বিছানায়। সকাল ৯ টার ভিতর আবার ব্যাক করতে হবে থেগুতে। সকাল ৭ টার আগেই ঘুম থেকে উঠে পড়লাম, সমুদ্রের পাড়ে না হাটলে কি করে হয়।

জ্যাকেট টা গায়ে চাপিয়ে গেলাম বীচে, সে কি উদ্দাম বাতাস, সেই সাথে ঠান্ডাও। ঢেউএর এলেমেলো ফেনার সাথে কিছুক্ষন দৌড়ালাম। হাকডাক শুরু হলো, সবাই রেডি হয়ে নাস্তার জন্য ক্যাফেতে আসো, তোমাদের জন্য আজ আমেরিকান ব্রেকফাস্ট। মনে মনে হাসলাম, বেটা তোদের কিসে আমেরিকা নাই। নাস্তা খাবি তাও আমেরিকান, দেখি কি খাওয়াস তোরা।

যেয়ে দেখি দুই পিস পাউরুটি, একটু জেলি, , কলা আর কফি। দুই পিস খেয়ে কয়েক লাফ দিয়ে বেড়ে গেলো, বললাম আরও দুই পিস দিতে। আসতে আসতে সব হজম হয়ে গেলো, চুপচাপ খেয়ে উঠলাম আমেরিকান নাস্তা। রাতে সমুদ্র ভালো করে দেখা হয়নি, ফেরার পথের রাস্তাটা একেবারে সমুদ্র ঘেসা, একদিকে পাহাড়, একদিকে সুমদ্র। যতোটুকু দৃশ্য খাওয়া যায়, চোখ ভরে খেয়ে নিলাম, আর হয়তো কোনদিন আসা হবেনা।

ধেয়ে আসা পানির সাথে দৌড়ানোর মজাই আলাদা ঐদিনই বিকালবেলা থেগু থেকে বাসে করে সোজা সিউলে চলে আসি। জমজমাট টুর জমে যায় এক নিমিষেই। [এইটা আমার পন্চাশতম পোস্ট । সবাই হাফসেন্চুরি করে ব্যাট উচু করে, আমি কিবোর্ড উচু করে আপনাদের অভিবাদন জানালাম । কাজের চাপে হয়তো লেখার গতি দুই একমাসের জন্য একটু কমে যেতে পারে।

তবুও ব্লগে ঢুকবো, আপনাদের সবার সুন্দর সুন্দর লেখা পড়বো। সবাই ভালো থাকবেন। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।