আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার - শিক্ষক

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

সিনিয়র ডাক্তার: রোগীদের সাথে একটি ভদ্রতা কখনোই করবে না। জুনিয়র ডাক্তার: কোন ভদ্রতা? সিনিয়র ডাক্তার: রোগীদের কখনোই বলবে না - "ধন্যবাদ। আবার আসবেন। " ডাক্তার: আপনি কি এখন সুস্থ? রোগী: তার আগে আমার একটি প্রশ্নের জবাব দিন।

ডাক্তার: কী প্রশ্ন? রোগী: আমি কি এখন সুস্থ? শিক্ষক: এমন দুইটি জিনিসের নাম বলো যার মিল ও অমিল দুইই আছে। ছাত্র: ঘোড়া আর চেয়ার। শিক্ষক: কী রকম? ছাত্র: মিল হলো ঘোড়ার চারটি পা, চেয়ারেরও চারটি পা। আর অমিল হলো ঘোড়াতে কেউ বসলে ঘোড়া দৌড় দেয় কিন্তু চেয়ারে কেউ বসলে চেয়ার দৌড় দেয় না। শিক্ষক: তোমার খাতা এরকম ভেজা কেন? ছাত্র: কারণ আমি খাতা পানিতে ধুয়ে এনেছি।

শিক্ষক: খাতা পানিতে ধুয়ে এনেছ কেন? ছাত্র: কারণ আপনি গতকাল বলেছিলেন যে, খাতায় আমার হাতের লেখা নাকি অপরিষ্কার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.