আমাদের কথা খুঁজে নিন

   

[আপডেটেড] আসুন ধর্ষিতার পাশে দাড়াই, ভাই হিসেবে নয়, বন্ধু, প্রেমিক, স্বামী হিসেবে।

স্বপ্ন হারালে পরে আর কি থাকে বাঁকি, ছোট্ট এ জীবনটার ষোল আনাই ফাঁকি। ধর্ষনের জন্য ধর্ষক দায়ী নাকি ধর্ষিতা? ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারলে আপনি সন্তুষ্ট? কিন্তু ধর্ষিতার কি হবে? সে কি অপরাধ করেছে ধর্ষিত হয়ে? কেন সে আত্তহত্যা করতে যাবে? ধর্ষিত হয়েছে মানে সে পচে গেসে? নষ্ট হয়ে গেসে? তার আর সুন্দরভাবে বাঁচার অধিকার নাই? তার স্বপ্ন দেখার অধিকার নাই? আপনার মত ভাল ছেলের(ধর্ষক নন) ভালবাসা পাবার অধিকার নাই? বিয়ে করে সংসার করার অধিকার নাই? তার স্বপ্নগুলো সত্যি করার অধিকার নাই? সে কি অতীত ভুলে স্বাভাবিক হতে পারবেনা? আমি বলছি পারবে। আমরা পুরুষরা চাইলেই পারবে। আমরা ভালবাসা দিয়ে বিশ্বজয় করতে পারি আর একজন ধর্ষিতাকে ভালবাসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবনা? কেমন পুরুষ আমরা? আমরা ধর্ষকের কাছে হেরে যাব? মেয়েটা আত্তহত্যা করবে? আসুন ধর্ষককে শুধু কঠোর শাস্তি নয় তাকে হারিয়েও দেই। সে মেয়েটির জীবন নষ্ট করতে চেয়েছিল আমরা তা হতে দিব না।

আমরা আর একটি মেয়েকেও মরতে দিবনা। ধর্ষকের কঠোর শাস্তি যেমন ধর্ষনকে নিরুত্‍সাহিত করে ঠিক তেমনি ধর্ষিতা মেয়েদের সুস্থ স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন আত্তহত্যাকে নিরুত্‍সাহিত করবে। ধর্ষকের শাস্তি বিধান করতে আমরা পারবনা এটা প্রশাসনের কাজ। কিন্তু ধর্ষিতা মেয়েটির পাশে দাড়াতে পারি ইচ্ছা করলেই। শুধু ভাই হিসেবে আর নয়।

ধর্ষিতার পাশে দাড়ান বন্ধু, প্রেমিক, স্বামী হিসেবে। যে কোন মুল্যেই তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। আর একটিও মৃত্যু দেখতে চাইনা। শুধু পারি বলে বসে না থেকে করে দেখান। প্রশাসনের সমালোচনা করার আগে নিজের দায়িত্বটি পালন করুন।

অটঃ কয়েকজনের মন্তব্য পড়ে বুঝলাম তারা এব্যাপারে সচেতন। অনেক ভাল লাগল জেনে। মন্তব্যের জবাব দিতে পারছি না বলে দুঃখিত। আমি মোবাইল থেকে ব্লগিং করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।