আমাদের কথা খুঁজে নিন

   

অলস মস্তিষ্কের আকথা

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

"ভালো লাগে না / ভালো লাগে না / লংকা খেলে ঝাল লাগেনা / ধ্যাত। " যখন ছোট ছিলাম, ভালো লাগছেনা বললেই আব্বু এটা শুনিয়ে দিতো, আর অদ্ভুত উপায়ে তখন মন ভালোও হয়ে যেত। ছোটবেলাকার সব হিসেব এতো সহজ ছিলো, ভাবতেই কেমন লাগে। আর এখনকার হিসেব গুলোই কেমন যেন, কোনো ভাবেই তাদের ভালোর দলে ফেলা যায় না।

আর তাই কিছু ভালো লাগে না। এই ভালো না লাগাটা এখন আমার মূল সমস্যা। হাতে গোটা তিন কাজ নিয়ে বসে আছি, যার একটা আগামী কাল দিতে হবে। যদিও হাতে সময় আছে আরও ঘন্টা তিন, কিন্তু ওই ফাইল এ ক্লিক করে যে অকাজে বসে আছি তো আছিই। রেডিও শুনছি, খালিদের সরলতার প্রতিমা আপাতত।

মাথার মধ্যে কাজ ছাড়া যাবতীয় চিন্তা ঘুরে বেরাচ্ছে। কি যন্ত্রণা? ছোট বেলায় শুনতাম, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। কিন্তু শয়তানী করতেও যখন অলস লাগে, তখন সেই অবস্থাকে কি বলা যায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।