আমাদের কথা খুঁজে নিন

   

এতো ধর্ষনের তেজ কোথায় পায় এরা



পাঠকরা হয়ত পত্রিকার পাতায় দেখেছেন, গত ১ মাসের মধ্যে এক গৃহবধু ধর্ষিত হয়েছেন পিজি হাসপাতালের কর্মচারীদের দ্বারা, আরেক গৃহবধু ধর্ষিত হয়েছেন আরেক হাসপাতালে স্বামীর চিকিৎসা করাতে এেস। খুব কষ্ট পাই এসব খবর পড়ে। কোথায় মানবতা? এত সহজেই যদি পুরুষেরা উত্তেজিত এবং ধর্ষকামী হয়ে যায়, তাহলে তো সমাজের সর্বনাশ হয়ে যাবে। ঐ ধর্ষকদেরও তো এরকমই মা, বোন, বৌ বাড়িতে আছে; তাহলে নিজের বোনদের যদি কেউ এখন ওরকম সর্বনাশ করে, তাহলে ৗ ধর্ষকেরা কি জবাব দেবে? প্রার্থনা করি প্রতিটি মা, বোন, বৌ যার যার সম্মান ও ইজ্জত নিয়ে নিরাপদে ও অবাধে আমাদের সাথে মিলেমিশে চলুক, যে যার কাজ করুক। মহান আল্লাহপাক তার স্বামী, সন্তান, সমাজকে তার প্রতি সদয় সম্মানজনক দৃষ্টি দিয়ে মূল্যঅয়নের তৌফিক দিক।

আজ কেউ যদি আমার মা, বোন, বৌ কিংবা ভাস্তি, ভাগ্নিকে এরকম সর্বনাশ করতো, তাহলে আমি কি ৗ ময়না তদন্ত কিংবা পুলশের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতাম? বিচার দিয়ে কি করব? প্রতিরাধ করার জন্য, আর কেউ যেন এরকম দুঃসাহস ভবিষ্যতে আর না দেখায়, তাই নিজের দায়িত্বে কঠিন শাস্তি দিতাম ঐ অসৎ লোকদের। ভয়ংকর শাস্তি দিলে, অন্য দুশ্চরিত্র লোকেরা সতর্ক হয়ে যাবে। ওরা তো সত্যিই আমারই মা, বোন। ওদের অপমান মানে আমার জন্মের অপমান, মানুষের বড়ত্বের অপমান। আর কেউ যেন চরিত্রে আঘাত না পায়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।