আমাদের কথা খুঁজে নিন

   

মনের ডিঙি

দিন শেষে আমার একলা পাখি

নদীর পাশে ছনের বনে এই বিকেলে খুব গোপনে একটা ফড়িং রেখে গেলাম ও মেঘ তুমি দেখে রেখ। বনের পাশে দুর্বা ঘাসে একটা শালিক ওই তো হাসে শালিকটাকে রেখে গেলাম ও মেঘ তুমি দেখে রেখ। নদীর কালো জলের বাঁকে ডুবে যাওয়া সূর্যটাকে ঘুমপাড়িয়ে রেখে গেলাম ও মেঘ তুমি দেখে রেখ। রেখে গেলাম স্বপ্ন রঙিন জলের ঘাটে দুরন্ত দিন পদ্মপাতায় ধূসর অতীত ও মেঘ তুমি দেখে রেখ। ভাটিয়ালী মুর্শিদী গান মাঝরাতে জল উতলা টান রেখে গেলাম স্রোতের পিঠে ও মেঘ তুমি দেখে রেখ।

নদীর একূল ওকূল ঘেষে আমার কত স্মৃতি ভেসে যাচ্ছে, তাদের রেখে গেলাম ও মেঘ তুমি দেখে রেখ। মুখের কথা মনের হাসি মালা গেথে পাশাপাশি ভাঙা ঘরে রেখে গেলাম ও মেঘ তুমি দেখে রেখ। জলে ভেজা মাটির গন্ধ পোনামাছের নাচের ছন্দ তোমার কাছে রেখে গেলাম ও মেঘ তুমি দেখে রেখ। ও মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরো যদি, তেমার জলে ভিজবে জানি অথই নদী। আমার সাধের জীবন যেনো হয় না বিলীন জলে, মনের ডিঙি রেখে গেলাম ফিরে আসব বলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.