আমাদের কথা খুঁজে নিন

   

"জেনারেশন ওয়াই"! সমাধান কি?

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

আজকাল রাস্তাঘাটে চলতে গেলে বেশকিছু ছেলেদের দেখা যায় যারা বিভিন্ন ধরনের প্যান্ট পড়ে থাকে এবং প্যান্ট এর উপারাংশ থাকে নাভীর অন্তত আধ-হাত নীচে যার ফলে পাছা বা নিতম্ব অর্ধেক দৃশ্যমান। আরো দেখা যায় কিছুক্ষণ পর পর সেই পেন্ট টেনে-টুনে কোমড় পর্যন্ত তুলে আনার আপ্রাণ চেষ্টা কিন্তু ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যে আবার আগের জায়গা। প্যান্টের তলভাগ থাকে জুতার নীচে যার ফলে নতুন প্যান্টও ক্ষয় হয়ে অতি তাড়াতাড়ি। এই অবস্থা দেখে একজন এই পুলাপান এর নাম দিয়েছেন "জেনারেশন ওয়াই"। কিন্তু আমি বুঝতে পারিনা ঃ এত কষ্ট করে, কখন খুলে মাটিতে পড়ে যায় এই টেনশন নিয়ে এই প্যান্ট পড়ে উপকারটা কি? তারা কি আমার চেয়ে বড়পাগল নাকি ছোট।

আমার চিন্তায় এর সম্ভাব্য উত্তর হতে পারে ঃ ১। মামা-খালু-চাচা এই জাতীয় কোন আত্বীয় ইউরোপ-আমেরিকা থাইক্যা গিফ্ট পাঠাইছে, কোমড়ের মাপ জানেনা তাই মাপ ঠিক নাই। গিফটের জিনিট কি আর কথা কষ্ট কইরা হইলেও ব্যবহার করতে হইব। ২। গরীব মানুষ তাই ফুটপাথ থেইকা প্যান্ট কিনা হইছে কোমরের মাপ এত মিলমত পাওয়া মারত্বক কঠিন।

৩। নেংটা হইতে মনে চায় কিন্তু আমাগো দেশে একেবারে নেংটা হইয়া ঘুরলে বিপদ আছে তাই হাফ নেংটা ................ ৪। ??? ??? ??? ??? (আপনেরা এই বিষয়ে কি চিন্তা করেন?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।