আমাদের কথা খুঁজে নিন

   

একটি চিঠি এবং লক্ষীবউ

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

প্রিয়তমা, তুমি বলেছিলে প্রেমের দোলনায় বসে একটা ফাগুন চাই। কিন্তু পাশের বাড়ির জরিনা, সে সভ্য সমাজের কাছে চেয়েছে তার অবৈধ সন্তানের বৈধ অধিকার! প্রানেশ্বরী, প্রেমের চুম্বনে আমার সাথে একটি চাঁদের মতো ফুটফুটে সন্তান চেয়েছিলে। কিন্তু ফুটপাতের হামিদা পাগলী কাল রাতে একটা সন্তান নষ্ট করে ফেলেছে! লক্ষীটি, বাসর রাতে আমার গলা জড়িয়েছিল তোমার দুহাত; সেই হাত চেয়েছিল তোমার নারীত্বের নিরাপত্তা। কিন্তু জানো কাল দুপুরে ষোড়ষী সকিনা ধর্ষিত হয়েছে সভ্যতার কাছে! অর্ধাঙ্গিনী, তুমি আমাকে ভালোবেসে একটা শান্তি নীড় চেয়েছিলে। কিন্তু_ কাল নিশীথে মর্জিনার সদ্য ফোটা গোলাপে বসেছিল একটা বিষাক্ত লাল ভ্রমর! লক্ষীবউ-তাই তোমার চাওয়া পাওয়াগুলো এখন সভ্যতার শিকেই উঠে গেছে; আমিও দোল খাচ্ছি বিচ্ছিন্নতায়। শিকেটা ছিঁড়লেই সব পেয়ে যাবে তুমি শুধু অপেক্ষা করো সময়ের। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বিঃ দ্রঃ পুরনো কবিতা নতুন করে পোস্ট করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.