আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন: কি? কেন?

শঙ্খপাপ আমার

পড়ার আগে এই লেখাটা পড়ুন দয়া করে, বিবর্তন : কি নয় ! জীববিজ্ঞানীয় বিবর্তন (Biological Evolution) মূলত এমন একটি প্রক্রিয়া যাতে নতুন প্রজাতির আগমন অথবা উত্তরণ ঘটে পূর্ববর্তী প্রজাতি থেকে বিভিন্ন পরিবর্তনের কারণে। একে "পরিবর্তন বা সংশোধনসহ বংশক্রমাগম" বলা হয়। সময়ের সাথে সাথে বিবর্তন প্রক্রিয়া যত আগায়, তত নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটে এবং সেসব প্রজাতি হয় পূরবর্তী প্রজাতিসমূহ হতে অনেকাংশে ভিন্ন। সময়ের ব্যাপ্তিতে এই প্রক্রিয়ার বিন্যাস্ত হয় একটা শাখা-প্রশাখাবহুল গাছের মতন; যত প্রজাতি আমরা আজ দেখছি সেগুলো গাছের বড় হওয়া শাখার মত, কিন্তু প্রতিটি শাখা অন্যটি হতে কিছুটা ভিন্ন। সময়ের প্রেক্ষাপটে জীবন- নকশার এই পরিবর্তনের স্বীকৃতি দেয়া হয়েছে অনেক পর্যবেক্ষণের কারণে।

জীবন সম্পর্কিত এমন কোন ঘটনা নেই যে যা বিবর্তন প্রক্রিয়ার আলোকে ব্যাখ্যা করা যাবে না এবং এর বিপক্ষে কোন প্রমাণ নেই। বিবর্তন কিভাবে ঘটে তা অনেক ক্ষেত্রেই ব্যাখ্যা করা হয়েছে প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) এর সাহায্যে। প্রাকৃতিক নির্বাচন সর্বদা পর্যবেক্ষনীয় এবং এটি বিবর্তনের প্রধান চালিকা শক্তি। সংক্ষেপে, বিবর্তন বৈজ্ঞানিক তথ্য বা ঘটনা (fact) হিসেবে বস্তুনিষ্ট। বৈজ্ঞানিক তথ্য বা ঘটনা (fact) হচ্ছে পর্যবেক্ষিত অথবা প্রতিপাদিত প্রাকৃতিক ঘটনা (উদাহরণ, বিবর্তন)।

আর বৈজ্ঞানিক মতবাদ বা তত্ত্ব (theory) হল সর্বোত্তম ব্যাখ্যা ঐসব প্রাকৃতিক ঘটনা কিভাবে ঘটে তার প্রেক্ষিতে ( উদাহরণ, the theory of natural selection). বিশেষ দ্রবষ্ট্য : আমি ভাষাবিদ নই। কিন্তু প্রয়োজনে আমাকে কিছু শব্দের অর্থ ব্যবহার করতে হয়েছে। আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে, আমি তাই ব্যবহার করলাম। কারো কোন প্রস্তবনা থাকলে জানাতে পারেন। তথ্যসূত্র : এটি অনুবাদিত এবং সংশোধিত এবং পরমার্জিত।

আমার কাছে এর প্রতিলিপি আছে, কেউ চাইলে দিতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।