আমাদের কথা খুঁজে নিন

   

৬০০ পোস্টে

আমার ব্যক্তিগত ব্লগ

কবে কোথায় মনে নেই, কে যেন অভিনন্দন জানাতে গিয়ে বলেছিল, একদিন আমি ৬০০তম পোস্ট লিখব। কেন যেন ব্যাপারটা তখন হাস্যকর মনে হয়েছিল। ভেবেছিলাম এও কি সম্ভব? আমি কি আর এতো লিখতে পারি। বাস্তব বলল, লেখার ক্ষমতা না থাকলেও ব্লগ লেখা যায়। তাই আজ ৬০০তম পোস্ট লিখতে পারছি।

এই ব্লগের অলিখিত নিয়ম ছিল (নাকি এখনও আছে?) শততম পোস্টে ভাষন গোছের কিছু লেখা। এই বিষয়ে কোনদিনই বেশি সুবিধা করতে পারিনা। তাই আজও পারলাম না। তবে একটু অন্যরকম কাজ করবো। আমি ব্লগে সব সময়ই নিজের কথা লিখেছি।

অন্য কোন বিষয় নিয়ে বলিনি। আজও বলব। তবে সম্পুর্ন করবো না। আপনি যদি সময় পান তো সম্পূরন করবেন কমেন্টে। যদি আপনার কথা আর আমার ঘটনা মিলে যায় তাহলে ... সামহোয়্যার ইনে আপনাকে কফির দাওয়াত দিলাম (আরিল স্পন্সর করবে), ফারহানা বানিয়ে দিবে (সে ১নং কফি বানাতে জানে), দিদার ভাই আপনার সাথে টেবিল টেনিস খেলবে (না জানলেও সমস্যা নেই, দিদার ভাই এতে খুশিই.....) প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি, কি করবো বুঝতে পারছিনা।

সবার আগে মনে হলো এসি কিনি, টাকার পয়সা যদিও ঠিক মতোন নেই (খরচ কমানোর চেষ্টা করছি), আবার সামহোয়্যার আউট বিলের ভয় পায়। ও বলল, তারচেয়ে ও একটা টেবিল ফ্যান কিনে দিবে, টেবিল ফ্যানের বাতাস বেশ ঠান্ডা। আমি বললাম, বাহ, এক্সট্রা টেবিল ফ্যানে বিল আসবে না? সামহোয়্যার আউট বলল, আসবে কিন্তু কম। আমি ভাবলাম এয়ার কুলার কিনলে কেমন হয়? এটাতেও ও আপত্তি করল, বলল, নষ্ট হয়ে যায় তারাতারী... কি যা করি এটা নিয়ে বেশ চিন্তা ভাবনা করলাম। তারপর ঠিক করলাম.... (এবার আপনি এই কাহিনী শেষ করুন) সুখের কথা ২জন এই কাহিনী শেষ করার চেষ্টা করেছেন আজ জুন ২৩ পর্যন্ত।

এবার মূল কাহিনী বলি.. ফ্যানে সাধারনত: গরম কালে গরম বাতাস দেয়, এসি একবারে সবচেয়ে ভালোটা কেনার কথা ভেবেছিলাম, বাজেট বেশি লাগবে বলে সেটা আপাতত: বাতিল করলাম। বাকি থাকল এয়ার কুলার। শেষ পর্যন্ত সেটাই কিনলাম। বাতাস সিলিং ফ্যানের চেয়ে একটু ঠান্ডা। প্রথম দিন পার্থক্য বুঝতে পারিনি।

তবে সিলিং ফ্যান চলা সত্ত্বেও গরমে ছটফট করতাম, সেটা বন্ধ হয়েছে। এখন হাসফাস করা গরম থেকে মুক্ত হতে পারি ঘুমানোর সময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।