আমাদের কথা খুঁজে নিন

   

এক চিলতে ইচ্ছের শরীর

/

এখানে এই নিরস গ্রীষ্মের মাসে আমি বৃষ্টির প্রতীক্ষায়। ষষ্ঠতল প্রাসাদের উপর ধুলি ধুসরিত আকাশ প্রাসাদের ভেতরে শকুন কলার ছোবড়ায় পিছলে যাওয়া শরীর একটা সাদা কবুতর, এক টুকরো সাদা মেঘ আমি জলছাদের উপর হাটু গেড়ে বৃষ্টির প্রতীক্ষায়। অনিবার্য দুষণের হাত থেকে রক্ষা পায়নি কেউ দোকানের হেঁসেলে আগুন, পোড়া নীল তেলে ভাজা সিঙাড়া, সমুচা ধোঁয়াসা গ্লাসে ঢেকুর পাকস্থলিতে টক স্বাদ, কন্ঠনালীতে জ্বালাপোড়া প্রতিদিন মূল্যস্ফীতি নাগরিক বাসে ঠাসাঠাসি আমাদের চলন্ত গাড়িতে নিয়মিত নির্গত হয় কালো ধোঁয়া অন্ধকার ভবিষ্যত বৃষ্টি কই ? আমার মাথার উপরে গড়ের মাঠ বোকার হদ্দ, কিচ্ছু বোঝে না টাইপ একটা বলদ মার্কা আকাশ- দুর্ভাগা কপালের মত সারাদিন কেবলই কেবলই চিতপাত পড়ে থাকে আর অসভ্য ইচ্ছের শরীর পোড়া ফোস্কার মত শুধু দাগ দেয়। বৈশ্বিক পরিবর্তনে আমাদের জল ও বায়ু বর্হিগমন অর্থনৈতিক নেচিবাচকতার নিদারুণ শিকার আমাদের ইন্দ্রিয় শেকড় স্বার্থপরতায় ক্লিষ্ট চামড় আমাদের মীন চক্ষু জলে রোপা আমনের ক্ষেতে মাজরার বৃষ্টি। আমার শরীরের গোপন সমুদ্র বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে আমার ভেতরের সমস্ত ক্ষোভ একত্রিত হয়ে বজ্র হচ্ছে আমার তীব্র ইচ্ছের শেষাংসটুকু এখনই ঝলকে উঠবে বৃষ্টি নামবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।