আমাদের কথা খুঁজে নিন

   

মন ভেজানোর মন্ত্র



বরষায় ভিজে গেলো মাঠ মন ভিজলো না মন বড়ো নাকি খোলা মাঠ বড়ো মাপকাঠিতে মাপতে পারি নি আজো প্রবল বর্ষণের ধারায় সমর্পণ করলাম নিজেকে দেহের প্রতিটি অঙ্গ জলের চুম্বনে চুম্বনে সিক্ত হলো শুধু সিক্ত হলো না অতৃপ্ত মনটা মনের পরিধি আর দেহের পরিধির পরিসীমাও মাপতে পারি নি কল্পনার ফিতায় এবার বুকের মধ্যে ঢেলে দিলাম বরফ মিশ্রিত বিদেশী তরল নিমিষেই সিঁদুরের রঙ ধারণ করলো কালো চোখ ভূমিকম্পে কাঁপতে থাকলো শরীর তবু মনটা কাঁপলো না যেদিন তুমি আমাকে ছেড়ে গেলে কতো সহজেই রক্তে ভিজে গেলো মন আঘাতের অম্লে সিক্ত হলো মনের ময়লা যেদিন তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করলে আচমকা কেঁপে উঠলো মনের মন্দির যে মনকে ভিজাতে পারে নি শ্রাবণের প্রবল ধারা সিক্ত করতে পারে নি বিশুদ্ধ জলের চুম্বন কাঁপাতে পারে নি বিদেশী তরলের তিক্ততা সেই মনকে খুব সহজেই ভিজিয়ে-চুবিয়ে-কাঁপিয়ে দিলে তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।