আমাদের কথা খুঁজে নিন

   

মন যার মেঘের সঙ্গী

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

পয়লা আষাঢ়... বর্ষার শুরু.. ঝম ঝম বৃষ্টি... পানিতে শায়লাব প্রিয় ঢাকা। এরম দৃশ্য দুপুর/বিকেলে ভাল লাগে ... কিন্তু সকালেতো অবশ্যই না... অফিসে আসার প্রাক্কালে এরম কিছু বরং মেজাজ বিগ্‌ড়ায় ... বৃষ্টিপ্রেমিরা আমার উপর খেপতে পারেন কিছুটা... কদম ফুল বিক্রি আর কেনার হিড়িক দেখা গেল আজ। ধীরে ধীরে বাঙালির বাঙলা ইভেন্টগুলোতে অংশগ্রহণ ক্রমেই বাড়তেছে। পুরোটাই এমএনসি’র বদৌলতে... বাজারজাতকরণ এর নয়া জিকির বাঙালির সাংস্কৃতির আবাহনের সুযোগে নেয়া। পাবলিকের পকেট ফুটা করার নয়া নয়া তরিকা লইয়া সামনে আইসা খাড়ায়... তারপরেও... সকল দুঃখ বেদনার বাইরেও যতটুকু আনন্দ উদ্‌যাপন... ততটাই মনের বিনোদিত হওয়া। ঝা ঝা রৌদ্দুরের দুপুর বেলায় বের হয়ে ঝকঝকে আকাশ আমায় মুগ্ধ করল... আহা কি নীলের মেলা আজ... কাউকে অবশ্যই আজ মিস করছি... মাঝে মাঝে কঠিন কর্পোরেট কালচার ভাইঙা আউলা হইয়া কাউরে লইয়া রাস্তায় ঘুর'তে ভালই লাগে। জলবায়ু পরিবর্তনহেতু বর্ষার শুরুটা অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল... রাস্তার দুপাশের মৃতপ্রায় গাছ গুলোর সবুজ হয়ে ওঠা... ধুলোবালির প্রলেপ পড়া ঢাকার শহরকে প্রকৃতি তার নিজস্ব তরিকায় ঝকঝকে তকতকে করে দিয়ে গেল... নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।