আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর, প্রিয়াতা...?



সমাপ্ত বাচালতা......অতঃপর পুনরায় নীরবতা হৃদয় ফাঁকাফাঁকা অবলোকিত বিবর্তন; এক লক্ষ প্রতিশ্রুতি অপরিবর্তনীয় অদ্যবধি মিলন-বিচ্ছিন্নতা-নির্বাসন মেঘের ভেলা দুঃখের বাহন সম্পর্কের ভাঙ্গা সেতু যাযাবর দূরপথ তবুও পিছুটান...... দুরন্ত, বাধাহীন ভালোবাসা ভেদাভেদহীন অপলক দৃষ্টি... অপার্থিব অনুভুতি প্রত্যাখ্যান উরন্ত পাখি। প্রতিটি মহুর্ত অবগাহন, আটটি চুম্বন ছোট ছোট ঢেউয়ের দোলা, বাঁধভাঙ্গা জোয়ার স্বপ্নীল অনুভুতি অতঃপর.........? জ্ঞাত সবকিছুই বুকের নিভৃতে ধারন নিভৃতচারী বুকের রক্তক্ষরন। ভেঙ্গে যাওয়া সম্মোহন ধোঁয়া ধোঁয়া স্মৃতি কিছু ভুল কিছু অভিমান আর অবিশ্বাস অতঃপর............? দৃষ্টিতে বৃষ্টি অবিরাম প্লাবিত হৃদয় ধীরে ধীরে ব্যবধান দু’জনার দুটি পথ যেদিক দু’চোখ যায় অজানা দিগন্ত খুঁজে নেয়া, ফিরিয়ে দেয়া আত্মা ও হৃদয় অতঃপর.....................প্রিয়াতা??? নভেম্বর ১৭, ১৯৯৯ রাত ১-২৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।