আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তি খাতে আরেক ধাপ এগোল বাংলাদেশ

বহু প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) নিলাম হলো। এর ফলে দেশের চারটি মোবাইল ফোন অপারেটর থ্রিজি সেবা দিতে পারবে। এরা হলো গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। সরকারি প্রতিষ্ঠান টেলিটক এই সেবা দিয়ে আসছে আরও প্রায় এক বছর আগে থেকে। আর দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল নিলামে অংশ না নেওয়ায় দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে তারা।

থ্রিজির জন্য দেশের টেলিযোগাযোগ খাতের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হলো গতকাল রোববার। নিলামে অংশ নিয়ে অপারেটর চারটি থ্রিজির জন্য সরকারের কাছ থেকে তরঙ্গ বরাদ্দ নিয়েছে। এর ফলে নভেম্বর থেকে শুরু করে আগামী বছরের প্রথম দিকেই সবাই থ্রিজি সেবা দিতে পারবে বলে জানা গেছে। থ্রিজি সেবা চালু হলে তথ্য আদান-প্রদানের গতি (ডেটা স্পিড) বাড়বে, ভিডিও কল করা যাবে এবং টিভিও দেখা যাবে। আর এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে আরেক ধাপ এগোল বাংলাদেশ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীর একটি হোটেলে এই নিলামের আয়োজন করে। নিলাম অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান সুনীলকান্তি বোস জানান, দেশের টেলিযোগাযোগ খাতের এটিই সবচেয়ে বড় নিলাম। ১৫ বছরের জন্য দেওয়া এই তরঙ্গ বরাদ্দ থেকে সরকার চার হাজার ৮১ কোটি টাকা আয় করবে। গ্রামীণফোন থেকে এক হাজার ৬৩২ কোটি টাকা এবং অন্য তিন অপারেটর থেকে সরকার পাবে ৮১৬ কোটি করে টাকা (প্রতি ডলার ধরা হয়েছে ৭৭ দশমিক ৭৫ টাকা)। থ্রিজি তরঙ্গ বরাদ্দের লাইসেন্স নিয়ে চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবাও দেওয়া যাবে।

ফোরজির জন্য আলাদা লাইসেন্স নিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। ফোরজি চালু হলে আরও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া যাবে। তখন মোবাইল সেট থেকে সিনেমাও দেখা সম্ভব হবে। মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিতে নিলাম ডেকেছিল বিটিআরসি। এ থেকে গ্রামীণফোন কিনছে ১০ মেগাহার্টজ।

অন্য তিন কোম্পানি কিনছে পাঁচ মেগাহার্টজ করে মোট ১৫ মেগাহার্টজ। তবে বাকি ১৫ মেগাহার্টজ তরঙ্গ কেনার জন্য কেউ আগ্রহ দেখায়নি। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.