আমাদের কথা খুঁজে নিন

   

"স্যার!এটা কি আপনার অভ্যাস?"



একটি শহরের হাই স্কুল। শিক্ষক তার ক্লাশের একটি ছেলের উপর হাড়ে খচা খচেছেন। তিনি ছেলেটিকে সামনে ডাকলেন , "বিকাশ, এ দিকে আয়। " ছেলেটি সামনে এল। তিনি বিকাশকে বললেন, "কান ধরে উঠবোস কর।

" বিকাশ কান ধরে উঠবোস করার পরে তিনি ওকে ঘুরে দাঁড়াতে বললেন। তারপর বিকাশের পিছনে মারলেন স্কেলের এক চরম বাড়ি। তাতেও ওনার রাগ কমল না। তিনি বিকাশকে বললেন, "কান ধরে নিলডাউন হ। " খানিকক্ষন নিলডাউন থাকার পর তিনি আবার বিকাশকে উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াতে বললেন।

বিকাশ ঘুরে দাঁড়ালে তিনি আবার ওর পিছনে মারলেন স্কেলের এক চরম বাড়ি। তাতেও ওনার রাগ কমল না। এবার তিনি বিকাশকে কান ধরে পুরো ক্লাশ তিনবার চক্কর লাগাতে বললেন। চক্কর লাগানো শেষ হলে আবারো তিনি বিকাশকে ঘুরে দাঁড়াতে বললেন। বার বার তিন বারের বারও উনি বিকাশের পিছনে মারলেন স্কেলের এক চরম বাড়ি।

এবার শিক্ষকের রাগ পড়েছে। বিকাশ পিছনে হাত বুলোতে বুলোতে বলল, "স্যার, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। ' স্যার ভদ্রলোক অবাক হয়ে বিকাশের দিকে চেয়ে বললেন, "বল...." - "স্যার তিন বারই তো একই জায়গায় মারলেন। তাতে এত বৈচিত্র আনার চেষ্টা টা কি আপনার অভ্যাস?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।