আমাদের কথা খুঁজে নিন

   

Friend request..................

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ফেইস বুক । দুনিয়া জুড়ে সোশ্যাল নেট্ওয়ার্কিং এর এখন ফেইস বুকের নাম সবার জানা । ফেইসবুকে এসে খুজে পেলাম অনেক পুরোন বন্ধুদের যাদের হারিয়ে ফেলেছি অনেকদিন ।

ফেইসবুকের বন্ধুদের সংখ্যা ৩০০ ছড়িয়েছি অনেক আগেই । আজ ফেইস বুক লগিং করলাম........... বিশাল একটা ধাক্কা অপেক্ষা করছিল আমার জন্য । সেটা তো আর জানতাম না.... একটি Friend request অপেক্ষা করছিল । প্রতিদিনই কমবেশী এমন অনুরোধ আসে । রিবোয়েস্ট অনেক সময়ই দেখা যায় অনেক পুরোন কোন চেনা মুখ, আবার অনেকসময় অচেনার্ও এসে হাজির হয় ।

হেয়তো ভুল করে....তবে বেশ ভালো লাগে কোন হারিয়ে যাওয়া মুখ যখন হাত বাড়িয়ে দেয় .... ক্লিক করলাম বন্ধুত্বের হাত বাড়িয়ে............ থমকে গেলাম ..... মুখটা খুব চেনা.... আমার হারিয়ে যাওয়া একবন্ধুর আমন্ত্রণ...... একেবারে হারিয়ে যাওয়া একবন্ ... খুবই চমকে উঠলাম, হোচঁট খেলাম, ফেইসবুক কি এখন দুনিয়া ছেড়ে পরপারেও ?? চোখ ঝাপসা হয়ে আসছিল..... আমার বন্ধু শোয়েম সিরাজ রুবেল.... যার জন্মদিনটাও আমার জন্মদিনের দিনই । সেই বন্ধুটি হারিয়ে গেছে অনেকদিন........প্রায় দশবছর হলো.............তার বন্ধুত্বের হাতছানি........ আমি কি না করতে পারি । ??। । আমি আর কিচু বলতে পারি না ।

বুঝতে পারিনা কি করব ?? মনিটরও কিছু দেখতে পাইনা.... সব ঝাপসা হয়ে ওঠে ... ফিরে যাই সেই নস্টালজিক দিন গুলো তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার আগের দিনগুলোতে থেকে ১ম বর্ষের সেই উচ্ছ্বল দিনগুলোতে.... ছোট্ট করে শুধু লিখি miss u................. বন্ধু ভালো থেকো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।