আমাদের কথা খুঁজে নিন

   

চোখ দেখাতে গিয়ে চাক্ষুস অভিজ্ঞতা !

আমার এই লেখাটা কোন প্রতিষ্ঠানকে ছোট করার জন্য না। তবে আমি মনে করি আমার অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করা উচিৎ। তাহলে অন্তত সচেতন হতে পারবেন অনেকে। মগবাজার রমনা থানা এলাকায় ফ্যাশন আই হসপিটাল নামে একটি হসপিটাল আছে। বাসা কাছেই হওয়াতে ছোট খাট কিছু সমস্যার কারণে আমার কয়েকবার যাওয়া পড়েছিল এখানে।

একবার বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায়, কিন্তু সব বার যদি একি রকম ঘটনা ঘটে তাহলে এটাকে কি বলা যায়? ঘটনা -১ প্রথমবার একবার চোখে কেমন যেন লাগতে লাগল, পলক ফেললে কি যেন একটা বিঁধত। আর চোখ দিয়ে পানি আসত। গেলাম ফ্যাশন আই হসপিটাল-এ। সিরিয়াল নিয়ে ডাক্তার এর কাছে গেলাম। প্রথমেই বলল আপনার চোখের পাওয়ার ঠিক আছে কিনা পরীক্ষা করতে হবে।

আমি বললাম আমি তো কোন কিছু ঝাপসাও দেখি না, অস্পষ্ট ও দেখি না, তাহলে পাওয়ার ঠিক কেন থাকবে না? তারপরও আমাকে বসিয়ে পাওয়ার টেস্ট করল। সব ঠিক আছে, তারপরও বলল- আপনার দুই একটা অক্ষর বলতে একটু দেরী হয়েছে-তাই একটা চশমা লাগবে, Temporary! আমি বললাম, আমার সমস্যাটার কি হবে? তখন কয়েকটা পরীক্ষা করতে বলল। বলল সমস্যাটা জটিল হতে পারে। সেসময় মেজাজ বেশ খারাপ করে আমি বের হয়ে আসলাম। ২০০ টাকা খরচ হল।

এরপর একটা নরমাল এম,বি,বি,এস ডাক্তারকে বললাম সমস্যার কথা, উনি নরমাল একটা ড্রপার দিলেন,আর বললেন অনেক সময় ময়লা যাওয়ার কারণে এটা হয়, ড্রপারে পরিস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ্‌। আল্লাহ্‌র রহমতে একদিন পরেই ঠিক হয়ে গেল। ড্রপার এর দাম ছিল একশ টাকার নিচে। ঘটনা-২ এরপর একদিন আমার বাবার চোখে কি যেন গেল, চোখ লাল হয়ে গেল। বাসার কাছেই ফ্যাশন আই হসপিটাল, তাই গেলেন এই খানে।

এবার তারা বলল, ভর্তি হতে হবে!!! একদিন তারা কিছু পরীক্ষা করে দেখবে, তারপর বলতে পারবে। এবারও সমাধান একটা আই ড্রপার। দাম একশ টাকার নিচে। ঘটনা-৩ এইবার আমার স্ত্রীকে নিয়ে গেলাম। প্রথম দুইটা ঘটনা ভেবেছিলাম, এরকম হতেই পারে।

যেহেতু বাসার কাছেই, যাই। সমস্যা হল আমার স্ত্রীর চোখের পাওয়ার এডজাস্ট করা, কিছুটা রুটিন চেক আপও বলা যায়। এবার সবচেয়ে অবাক এবং আতংকিত হবার পালা। চোখ পরীক্ষা করা হল, টেকনিশিয়ান মুখ দিয়ে এমন একটা শব্দ করল। আমি বললাম, কি হয়েছে? বলল- নাহ মেশিম তো ভুল করবে না, কি চমৎকার মানুষকে ভয় পাইয়ে দেবার চেষ্টা।

আমি বললাম কি হয়েছে? বলল- ওনার এক চোখে তো ছানি পড়েছে। আরেক চোখেও পড়ছে। এখনিও ব্যবস্থা না নিলে আরেক চোখেও ছানি পড়ে যাবে। আমি বিশ্বাস না করায় এইবার একজন ডাক্তার আসলেন-তিনি বললেন- চোখে ছানি স্পষ্ট। অপারেশন লাগতে পারে, তবে তা নিশ্চিত হতে আরও পরীক্ষা করা লাগবে।

তবে আপাতত বেশ কিছু দামি ড্রপার দিতে হবে,যেটা তাদের ফ্যাশন আই হসপিটাল এ পাওয়া যায়। এবার আমি বললাম- দেখুন আমার স্ত্রী কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার কে দেখায়, তাই তার সাথেও কনসাল্ট করব, যেহেতু বাসার কাছে তাই ফ্যাশন আই হসপিটাল এ এসেছি প্রথমে। সেই ডাক্তার এইবার কেমন যেন আমতা আমতা করে বললে, ঠিক আছে। কিন্তু আপনাদের ডাক্তার হয়তো বলতে পারেন- ছানি টানি কিছু না। কিন্তু আমাদের মডার্ণ মেশিন।

তাই আমরা আগেই বলে দিলাম, পড়লেও পড়তে পারে। আমার ভালই সন্দেহ হচ্ছিল। কারণ এই বয়সে কেন ছানি পড়বে। কিন্তু দুজনেই বেশ মন খারাপ করে বাসাতে ফিরলাম । ঐদিন বিকালেই চলে গেলাম বনানীতে সেই বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে।

ওনাকে দেখানো বেশ ঝক্কির। তারপরও গেলাম। কারণ মনটা তো ভাল ছিল না। ডাক্তার সব দেখলেন (আমরা তাকে আগে কিছুই বলিনি), উনি সব দেখে বললেন পাওয়ারও ঠিক আছে। এওবার তাকে বললাম ফ্যাশন আই হসপিটাল এর ঘটনা।

উনি আকাশ থেকে পড়লেন। বললেন, এভাবে Misguided হয়ে অনেক ক্ষতি হতে পারত। আল্লাহ্‌র রহমতে আমরাও বাঁচলাম। এই তিনটি ঘটনা আমি তাই এখানে শেয়ার করলাম আপনাদের সাথে। যদি কেউ ওখানে বা এরকম অন্য কোন খানে যান, দয়া করে সচেতন থাকবে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।