আমাদের কথা খুঁজে নিন

   

lets change our view with love to our parents

লিমন

একটি শোকসংবাদ!!!! একটি শোকসংবাদ!!!! আমরা অত্যন্ত দুঃখের সাথে..... কে সে? অচেনা কেউ? না, সে আপনার আত্নীয়... হতে পারে আমার.... সে হতে পারে.... বাবা...মা...। আৎকে উঠলেন?বেশি করে আৎকে উঠুন। সেটাই আমি চাই। আজ হোক কাল হোক....জগতের এই নিয়ম। অথচ একবার ভাবুন বাবাকে কি সেভাবে সময় দেই যতটা দেই বন্ধুদের বা 'তার' পিছনে।

মাকে কি আবেগ নিয়ে বলি ''মা আমার লক্ষী মা তুমি থাকবে সারাজীবন আমার সাথে''। শতরাগ মায়ের উপর ঝাড়ি। বয়স্ক বাবাটা কেন আমার সব দাবি মেটাতে পারেনা? বনজভির its my life গানটা মনে করুন আর ভাবুন আপনার বাবা সেই গানটাই গাচ্ছে যেভাবে আপনি গুনগুন করেন। কষ্ট হচ্ছে আচ্ছা ভাবুন এটা ২০৫৫ সাল আর আপনি এধরনের কোন গান গাচ্ছেন। এটাতো সহজ।

এবার মিলিয়ে নিন। কারন তারও একটা 'জীবন' আছে। জেমস এর ''বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়, কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়'' গানটা শুনেছেন? না শুনলে শুনবেন প্লিজ... বাবা-মা সারাজীবন আপনার জন্য কষ্ট করেছেন... আপনি ও একদিন বাবা-মা হবেন। না কোন যুক্তি কোন কৃতজ্ঞতা স্বরুপ ভালবাসা না। ভালবেসে ভালবাসুন।

ভালবাসার জন্য প্রস্তুতির দরকার নেই। বাবামা এর কাছে আজ আপনার জোশ(আপনার বাবামা এর কাছেতো বটেই) হাসিটা দিয়ে শুরু করুন... আমি লেখক না সাধারন ছাএ। নিজে পরে হলেও ব্যাপারটা বুঝে নিজেকে শোধরাচ্ছি এবং এবিষয়ে কিছু লিখলাম। বুঝতাম হয়তো অনেক আগেই কিন্তু অনুধাবন করিনি। যা লিখেছি সবই আমাদের জানা...শোনা...তবু সঠিক সময়ে আমাদের বোঝাটা চোখের সামনে আসেনা।

আমার লেখাটা অসুন্দর গুছিয়ে বলতে পারিনি। আপনার বাবামা এর ভালোবাসা অগোছালো নয়...নিখাদ...নিঃস্বার্থ....নির্মল। ভালবাসুন ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।