আমাদের কথা খুঁজে নিন

   

মৃত বৃত্ত

তবু ফিরে যায়, বাঁচার আশায় ডানা ঝাপটায় পাখি...তুমি-আমি লড়ি বাঁচার আশায় বিনিদ্র জাগে আঁখি..... বহুদিন ধরে আপনি যখন একটা নির্দিষ্ট বৃত্তে চলবেন হঠাৎই এর বাইরে চলে এলে আপনার ভাল লাগবে। আপনি আর বৃত্তের ভেতরে নেই, বাইরে। তবে আপনি চাইলে পুনরায় ভেতরে যেতে পারবেন কিন্তু কোনদিন যদি আবিষ্কার করেন বৃত্তটাই মুছে গেছে তখন মেনে নেয়াটা কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনি বুঝবেন কষ্ট বাড়বে, অপরপক্ষ বুঝবে আরও কষ্ট বাড়বে। ঘুরিয়ে ফিরিয়ে Sufferer আপনিই হবেন।

আপনার ব্যস্ততা, নতুন বৃত্ত অথবা বৃত্তি সবকিছু মিলিয়ে আপনার দিন ভালই যেতে থাকে কিন্তু ততদিনে হয়ত মরে যায় পুরনো বৃত্তটা। জীবন খুব dynamic সেইসাথে পরিবর্তনশীল। বৃত্ত মরবে আবার বৃত্ত গজাবে কোন সমস্যা নেই। একটু খেয়াল করুন, ঘুরে তাঁকান… মনে পড়ছে না, তাহলে এবার অতীত ঘাটুন আপনার পুরনো জঙ ধরা মরচে পড়া বৃত্তটাই হয়ত আপনাকে এ জীবনে নিয়ে এসেছে। আপনি কি পালটে যাচ্ছেন ? কি মনে হচ্ছে পাল্টাচ্ছেন না… এবার তাহলে দোষ দিতে হয় বৃত্তটাকে, কি বলেন ? জীবন কতটা dynamic হওয়া উচিত বলুন তো, কতটা? যখন হঠাৎ উড়ে এসে জুড়ে বসা পাখিরা আপনাকে পুরনো বৃত্তটা থেকে বের করে দখল করে নেবে।

যখন আপনার মধ্যে আর প্রিয় বন্ধুর ছায়া দেখাটা মুশকিল হয়ে দাঁড়াবে। যখন আপনার সংলগ্নতা বৃত্তকে বিন্দু করে টিকিয়ে রাখবে। কতটা দূরে গিয়েছেন আপনি, কতটা দূরে গেলে বন্ধুত্বের সুঘ্রাণ পাওয়া যায়? মরিচীকাময় পৃথিবীতে যখন আপনি নিজের অন্তর্দৃষ্টি হারাবেন তখন কিন্তু বিপাকে পড়তে হবে। হঠাৎ পাওয়া বিলিতি গন্ধে যখন ভুলতে বসবেন চিরচেনা গন্ধ, অন্ধত্ব পেয়ে বসবে আপনাকে। হারিয়ে যাবেন আপনি… হারিয়ে যাবেন … হারিয়ে যাবেন… হারিয়ে যাবেন।

শুধু প্রতিধ্বনি হয়ে ঘুরে ফিরবে পুরনো বৃত্তের আর্তচিৎকার আর হারানোর ব্যাথা। আর চিরচেনা গন্ধ ক্রমশই হয়ে উঠবে অচেনা… ক্রমশই ক্রমশই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।