আমাদের কথা খুঁজে নিন

   

হে যুবক............

আমি পথিক

বিদ্রোহী কবির কবিতায় যুবকদের উদ্দেশ্যে বলা - " বল বীর চির উন্নত মম শির........ আর বর্তমানের বীরেরা বেশীর ভাগই মাদকের নেশায় চুর হয়ে শির আর উচু করে দাড়াতে পারে না। কারন পা টলে। চোখ খুলে তাকাতে পারে না নেশায় চোখ বুজে আসে। অনেক ভালো শিক্ষিত ছেলে ছিনতাই, খুন রাহাজানি করে বেড়ায় এই নেশায় আসক্ত হয়ে। হয়তো মিডিয়ায় খবর প্রকাশের পর আমরা তাকে চিন্তে পারি।

দেখা যাবে হয়তো সে এমন এক পরিবারের সন্তান যারা সমাজে মাথা উচু করে চলা ফেরা করেন। এসবই নতুন কিছু নয় আপনাদের জন্য। সকলেই আমরা কম বেশী জানি। কিন্তু আমি জান্‌তে ও পারিনী আমার খুব প্রিয় একজন এই মরন নেশা্য় আক্রান্ত। এই বার আমি দেশে যাওয়ার পর জানতে পেলাম প্রথম তার বোনের কাছ থেকে যখন বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম।

জানালায় দাড়ানো আপা। বল্লেন ও তোমাকে চিন্তে পারবে কি না জানি না । জান্‌তে চাওয়ার পর বল্লেন ও তো পাগল হয়ে গেছে। ও -কে সবসময় বেধে রাখতে হয়। তারপর ও আমি তার সামনে গেলাম।

যা দেখলাম তা ভাষায় বর্ণনা করার নয়। একটা ঘরের কোনে বিছানা পাতা। পায়ে দড়ি বাঁধা। একটা হাফপ্যান্ট পরা গেন্জি গায় বসে আছে সে। আমাকে দেখে চোখ ছোট করে জানতে চাইলো সিগারেট আছে কি না? আমি প্যাকেট টা বাড়িয়ে দিলাম।

তার জন্যই আমি এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়েছিলাম। কোন আর কথা হল না । চুপচাপ বসে ছিলাম তার সামনে কিছুক্ষণ। তারপর তার ঘর থেকে বের হয়ে আপার ঘরে গেলাম। খোঁজ নিলাম তার চিকিৎসা কি হচ্ছে ? বাসায় এসে ভাবছিলাম তার অতিত জীবনের কথা।

কত কবিতা যে সে অনর্গল মুখস্ত বলে যেতে পারতো.........জীবনান্দ, নজরুল, রবীনন্দ্রনাথ । ভীষণ বইয়ের পোকা ছিল। আমিও ওর কাছ থেকে অনেক বই এনে পড়েছি। রুদ্রের কবিতার সাথে ঐ আমাকে প্রথম পরিচয় করিয়ে দেয়। হায়রে সর্বনাশা মাদক তুই কেড়ে নিলি আমার অতি প্রিয় একজন বন্ধুকে আমার কাছ থেকে।

এমনি ভাবে কেড়ে নিয়েছিস কতো ভাইকে তার বোনের কাছ থেকে, সন্তানকে তার মায়ের কাছ থেকে। তাই আজকের যুবক যারা এখনো বেঁচে আছে এই সর্বনাশের করাল থাবা থেকে এখনই সময় রুখে দাড়াবার। ঘৃনা করুন তাদের যারা এই ব্যবসার মাধ্যমে আমাদের যুব সমাজকে ধংসের পথে নিয়ে যাচ্ছে। সকল ব্লগার ভাই-বোনদের বিবেকের কাছে শুধু একটাই অনুরোধ আসুন আমারা শক্তিতে তাদের সাথে না পারলেও অন্তত এই অসাধু ব্যবসায়ীদের প্রতি অন্তরের অন্তস্হল থেকে ঘৃণা ছুড়ে দেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।