আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যান ক্লাব না ফান ক্লাব?

নিজের ভাবনা

ফেইসবুক ব্যবহারের কারণে আমার ফেইসবুকিও কোন বন্ধু কখন কি করছে না করছে মোটামুটি জানা হয়ে যায়। যেমন ধরুন বিবাহিত কোন এক বন্ধু অনেকদিন পরে তার ফেইসবুকে relationship status পরিবর্তন করে married করল। ফেইসবুকের আশীর্বাদে জানতে পারলাম আমার অমুক বন্ধুটি এখন বিবাহিত ("অমুক is now married"), যদিও সে বিবাহ অনেক আগেই করে ফেলেছে। বন্ধুর হয়তো ... is now married কথাটা ভাল লাগলো না, তাই সে relationship status এ married বাদ দিয়ে দিল। আমরাও এই সুবাদে জানতে পারলাম, ওমুক is no more married, সাথে হৃদয় ভাঙ্গা একটা আইকন।

ফেইসবুকে আপনি চাইলেই যে কারো নামে fan club খুলে তার ফ্যান হয়ে যেতে পারেন। আমার এক ফ্রেইন্ড, যে কিনা কোন এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, তার নামেও এমন এক ফ্যান ক্লাব খোলা হয়েছে। আর আমি এইটা জানলাম ফেইসবুকের কল্যাণে যখন দেখলাম সে নিজেই নিজের ফ্যান হয়ে গেছে (ওমুক২ is now fan of অমুক২)। আমি দেখে হাসব না কাদব...মনে মনে কিছু ঝাড়ি দিলাম, ব্যাটা কত্তবড় ছাগল, নিজেই নিজের ফ্যান!!!!......এর কিছুদিন পরে ওই ফ্রেইন্ড এর এক ছাত্রের সাথে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে ওরে জানালাম তার সেই স্যার এর কর্ম।

ভাবছিলাম সে শুনে বিশাল হাসি তামাশা করবে, ওমা...তা না করে দেখি সে হায় হায় করতেছে। বারবার বলতেছে......ধুর, কাজটা কি ঠিক হল, কাজটা কি ঠিক হল। আরে......এমন করতেছিস কেন? কি হয়েছে বলবি তো। সে বললো...ওই স্যার নাকি ক্লাশ এ খুব ঝামেলা করে, তাই তারা ওই স্যারের নামে ফ্যান ক্লাব খুলে সেখানে ইচ্ছামত ঝাড়ি দেয়, তারে নিয়ে হাসি তামাশা করে। বুঝা গেল তার টেনশনের কারন.........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.