আমাদের কথা খুঁজে নিন

   

বাবরীঝাড় পল্লীতথ্যকেন্দ্রে কাজলী মডেল স্কুল


[img|http://media.somewhereinblog.net/images/thumbs/Durvasheeblog_1211957245_1-DSC095নীলফামারী জেলার সদর উপজেলার বাবরীঝাড় প্রত্যন্ত একটি গ্রাম। এ গ্রামের চেহারা বাংলাদেশের অন্যান্য গ্রাম থেকে একটু ভিন্ন। দারীদ্র কৃষিপ্রধান এ গ্রামের নিত্যসঙ্গী। অশিক্ষা আর অভাব অনটনে এ গ্রামের মানুষ দিশেহারা। সন্তানের লেখাপড়া সম্পর্কে অসচেতন এ গ্রামে ডেভলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামের মানুষকে সচেতন করা সহ বিভিন্ন তথ্য প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে।

গত ০১ মে ২০০৮, এ কেন্দ্রে চালু করা হয়েছে কাজলী মডেল স্কুল নামে একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়। কাজলী মডেল স্কুলের প্রবক্তা রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব) এর জনাব শামসুল বারী। এ বিদ্যালয়ে ৫ বছর এর নিচের বয়সের ছেলেমেয়েরা খেলতে খেলতে আনন্দের সাথে সাধারণ শিক্ষার সাথে পরিচিত হয়। এ স্কুলের শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সঞ্চয় মানসি হয়ে গড়ে ওঠে। এস্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশের জন্য রয়েছে সহপাঠ্য বিষয়সমূহ চর্চার অনন্য সুযোগ।

আমরা আশা করছি দেশব্যাপী সকল পল্লীতথ্য কেন্দ্রে কাজলী মডেল স্কুল অচিরেই চালু করে দেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে স্কুলমূখী করতে সক্ষম হব।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।