আমাদের কথা খুঁজে নিন

   

জল কি হুতাশন, মাটি কি পবন...

masud_khan@yahoo.com

আমরা তো যাই বটে মাঝে-মধ্যে দূর বনে আগুন-সংগ্রহে হু-হু করে ছোটা দাবানল থেকে আগুন আনিতে যাই সুতার থলিতে... জল কি আসলে হুতাশন, নাকি জল নিজেই পবন? কে জলে কৌশলে খালি আগুন মেশায়? পবন ও হুতাশন, বাক্ ও শ্রবণ, হয় একাকার অবাক্ নেশায়। যদি-বা এ দেহখানি মাটি জল বায়ু আগুনের কানাকানি... তবে নেশা জ্বলে ওঠে জলে এ দাহ্য তরলে কোথা কতদূর যাবে আর অগ্নি-আহরণে! নেশা ধায় বিভিন্ন মাত্রায় যত টালমাটাল পাবকে পবনে। আগুনের কাছে যাই বটে, কিন্তু আমরা তো জানি বেশ, নিজের ধর্মের কাছে আগুন কেমন বশ হয়ে আছে! আগুনে ছুঁয়েছে যারে, একদম শেষ হয়ে গেছে তার জাতকুলমান। তীব্র জ্বালাময় হয়ে জ্বলছে তার যত কীর্তিকাণ্ড থালা-ভাণ্ড বিষয়-আশয়। কখন কী ঘটে যায় কোনো ঠিক নাই, তবুও তো যাই... আমরা তো যাই বটে কখনো কখনো কোনো বিষলক্ষ্যা সাপের নিকটে অথচ চূড়ান্ত অসহায় এই সাপ নিজ স্বভাবের কাছে - তাও জেনে আমরা তো যাই, গিয়ে থাকি মাঝে মাঝে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।