আমাদের কথা খুঁজে নিন

   

রিমঝিম বৃষ্টি

কবিতার ছেলে।

রিমঝিম রিমঝিম বৃষ্টি পরে গ্রামের কথা মনে পরে পাট ক্ষেতে সোঁনা ব্যাঙ করত শুধু ঘাঙর ঘাং উঠান ভরা কাদা সাথে ছিলো দাদা পাট ক্ষেতে গিয়ে ব্যাঙগুলো সব নিয়ে পুকুরে দিতুম ছেরে ব্যাঙেরা যেতো তেরে হঠাত একদিন একায় চোলে আসলুম ঢাকায় কিজে খারাপ লাগছে স্বৃতিগুলো সব ডাকছে মা তুমি কোথায় তোমার ছেলে কাঁদছে বোসে নষ্টালোজির ব্যাথায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।