আমাদের কথা খুঁজে নিন

   

ই-সিগারেট

লড়াই করে জিততে চাই

ধূমপায়ীদের ধূমপান ত্যাগে সহায়তা করতে ইলেকট্রনিক সিগারেট উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। গবেষকরা এ কথা জানিয়েছেন। দ্রুত জনপ্রিয়তা পাওয়া এ যন্ত্রটি নিকোটিনযুক্ত বাষ্প তৈরী করে। এ সংক্রান্ত গবেষণা ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটিতে উপাস্থাপন করা হয়েছে। ই-সিগারেট নিকোটিন হিট প্রদানের সঙ্গে সঙ্গে ধূমপানের সেন্সরি সেনসেশন বা ইন্দ্রিয়ের সংবেদনশীল অনুভূতিকে নকল করে। এভাবে যন্ত্রটি ধূমপান পরিত্যাগের চেষ্টায় মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটির একটি টিম ৬৫৭ জনের উপর প্রথমবারের মতো যন্ত্রটির ক্লিনিক্যাল পরীক্ষা চালায়। ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত গবেষণার ফলে দেখা যায়, এটি ব্যবহার করে ছয় মাস পর শতকরা ৭.৩ ভাগ লোক ধূমপান ছেড়ে দিয়েছে। সূত্রঃ বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।