আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নবাজী

কলপনার মাঝে ভেসে আছি

মুগ্ধ দুই নয়নে স্বপ্ন যে এঁকেছি মনে মনে ছোট্ট এক আশাতে স্বপ্ন বাজী ধরেছি মনে মনে ভাবনাহীন পিয়াসী এ মনে চুপি চুপি একলা গোপনে কে যেন দোলা দেয় মনে ছুটে যাই দূরে কোন দূরে অজানায় অচেনা অবাক ইশারায় আলোর ঠিকানায় বাঁধনহারা এ মন কিছুতো বোঝে না কেন জানিনা কেন বুঝি না নেচে নেচে যায় অজানায় সুরের ছোঁয়ায় দৃষ্টির সীমানায় কেন অকারন মন মানে না কেন জানি না কেন বুঝি না নেচে নেচে যায়। কথা:মাহমুদ খুরশীদ কন্ঠ:রমা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।