আমাদের কথা খুঁজে নিন

   

সফরকারীর জন্য আল্লাহর অনুগ্রহ - কসর নামাজ


সফর অবস্থায় কসর নামাজ পড়তে হয় । যার মুলকথা হলো, জোহর , আসর এবং এশার ৪ রাকাত করে ফরজ নামাজ ২ রাকাত করে পড়তে হবে । ফজর এবং মাগরিবে ২ ও ৩ রাকায়াত ঠিক ই থাকবে । বিতরের ৩ রাকায়াত ও একই রকম । সুন্নত নামাজের কসর নেই ।

সাধারন অবস্থায় যতটুকু ততটুকুই পড়তে হবে । তবে সফরে কেবলমাত্র ফজরের ২ রাকায়াত সুন্নত নামাজ পড়ার জন্য নির্দেশ রয়েছে । অন্য ওয়াক্তের সুন্নত পড়া বাধ্যতামুলক না । জোহর, আসর ও এশা- এ তিন ওয়াক্তের নামাজ সফর অবস্থায় ইচ্ছা করে চার রাকায়াত পড়লে গোনাহ হবে । উদাহরন স্বরূপ স্বাভাবিক অবস্থায় ৪ রাকায়াতের বেলায় যদি ৬ রাকায়াত পড়া হয়, তেমনি ।

কসরের আরেকটি শর্ত হলো, সফরকালীন সময়ে, ১৫ দিনের বেশি সময় কোথাও অবস্থান করার নিয়্যত করলে কসর হবেনা । পুরো নামাজ পড়তে হবে । মুসাফির কি ? স্বাভাবিক গতিতে একজন মানুষ পায়ে হেটে ৩ দিনে কোন সমতল ভুমিতে যতটুকু পথ অতিক্রম করতে পারে, ততটুকু দুরত্বের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে কোন ব্যক্তিকে মুসাফির বলা যাবে । এটা ৪৫ কি.মি. বা ৪৫ মাইল এর মত, দুঃখিত, আমি ঠিক মনে করতে পারছি না । Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.