আমাদের কথা খুঁজে নিন

   

একজন কবির নিয়তি

একজন কবির নিয়তি জীবন-জগতের পরিমণ্ডল হতে সকল অসুস্থতার অবসান হোক- সকল জনার কাম্য, কিন্ত একজন কবি কোন দর্শনে একে পর্যালোচনা করবেন? যে মানুষ জেনে শুনে বিষ করেছে পান।। ভাঙ্গা আলমারির ভেতরে যে টিকটিকিটি বসত করে- সেও জীবনকে ভালোবাসে, বিছানার পাশে টেবিলে রাখা রকমারি ঔষধের স্তূপ স্মরণ করিয়ে দেয় মুহুর্মুহু- সময় ফুরিয়ে আসছে।। বার্ধক্যের পুরো সময়টাই অতি আকালের একজন কবির জীবনে, একাকীত্ব আর অবহেলার মুহূর্তগুলো খুব ভাবায় কবিকে-দর্শনের পৃষ্ঠাগুলো নিয়ে, দর্শনও জীবনকে ভালোবেসে- জীবনকে স্তরে স্তরে রাঙাচ্ছে বুকশেলফ জুড়ে, দেয়ালপঞ্জিকা আর নিউজপ্রিন্টের পাতায়, অপরিপক্ব তরুন-যুবার অসমাপ্ত ভাবনায়।। একজন কবির জন্য পৃথিবীটা বড় সঙ্কীর্ণ, আশ্রয়ের কুটিরখানিও ভগ্নপ্রায়, অসুখটাও যাচ্ছে বেড়ে সঙ্গোপনে, একাকিত্বের ভিড়ে বড় একাকী কবি, মনন বিরোধী বাস্তবতা তাই; পাড়ি দিতে হয় পুরুল্যান্সের চশমার আড়ালে, সমাপণী নিঃশ্বাস পর্যন্ত দুরারোগ্যে ভুগে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.