আমাদের কথা খুঁজে নিন

   

আগে চাই খাদ্য,বস্ত্র,বাসস্থান ও শিক্ষা।

mdsakature@yahoo.com

অর্থনীতির ভাষায় কোন কিছু পাওয়ার আকাংখাকে অভাব বলে। অভাব দুই প্রকার। ১) প্রয়জনীয় দ্রব্যের অভাব। যেমন:- খাদ্য,বস্ত্র, বাসস্থান,শিক্ষা ইত্যাদি। ২) বিলাস দ্রব্যের অভাব।

যেমন:- টিভি, ফ্রিজ, গাড়ী ইত্যাদি। তবে আমাদের মত দেশের মানুষ বিলাস দ্রব্যের জন্য সংগ্রাম করেনা। তারা সংগ্রাম করে শুধু মাত্র তাদের মৌলিক অধিকার সমূহ পাওয়ার জন্য। কারন আমাদের দেশের অধিকাংশ লোক এখনও দারিদ্র সীমার নিছে বসবাস করে। তাদের অভাব আছে সাধ্য নাই।

তাই তারা আগে মৌলিক অধিকার সমুহ পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। এরপরও নানা কষ্ট তাদের সবকিছু কেড়ে নেয়। আমাদের দেশের রাজনৌতীক নেতারা নানা আশা দেখিয়ে তাদের ভোট কেড়ে নিলেও পরে দেখা যায় তাদের পাশে কেউ এসে দাড়ায় না। তাদের বাচার ঠাঁয় হয় নোংড়া বস্তিতে। আর এ বস্তির পাশে গড়ে উঠে পাইপ ষ্টার হোটেল।

বড় বড় দালানকোটা। এই কি সম্পদের সুসম বন্টন? একপাশে বড় লোকেরা থাকে আকাশ ছোঁয়া দালান কোটায়, আর অন্যপাশে গরীবেরা রাত কাটায় মানবেতর বস্তিতে। আমাদের দেশের বড় লোকেরা দিন দিন বড় হয় আর গরীবেরা নিপাতে যায়। কেন তা জানেন? সবজায়গায় দূর্নীতি। তাই আমরা যদি আমাদের এ দেশকে উন্নত দেশের কাতারে দেখতে চাই তাহলে আগে যা অর্জন করতে হবে তা হচ্ছে- প্রতিটা মানুষ যেন তার মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করতে হবে।

আর তার জন্য আমাদের সব নাগরীককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দেশের জন্য কিছু না কিছু করতে হবে। দেশের অর্থনীতিতে রাখতে হবে কম বেশি অবদান। জয় বাংলাদেশ!!! আই লাভ মাই বাংলাদেশ!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।